Ajker Patrika

সাফারি পার্কে ঠাঁই হওয়া বয়স্ক হাতির মুখ দিয়ে ঝরছে পুঁজ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৫: ১৯
সাফারি পার্কে ঠাঁই হওয়া বয়স্ক হাতির মুখ দিয়ে ঝরছে পুঁজ

কুমিল্লা থেকে উদ্ধার করে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া ৭২ বছরের অসুস্থ হাতিটির মুখ দিয়ে পুঁজ বের হচ্ছে। হাতিটির চিকিৎসা দিতে দেশ-বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা হচ্ছে। বয়স্ক হাতিটির দাঁত কাটা হয়েছিল। এ কারণে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক সংক্রমণের কারণে প্রদাহ সৃষ্টি হয়। ক্ষতস্থান থেকে প্রতিনিয়ত হলুদাভ সাদা পুঁজ ঝরছে। 

পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, গত ২৪ আগস্ট কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বাজারে টাকা তোলার সময় হাতিটি তাণ্ডব চালায়। এ সময় বশে আনতে তিনজন মাহুত হাতিটি বেঁধে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন চালান। এরপর সেই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বন বিভাগের কর্মীরা সেটি উদ্ধার করে ৩০ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসেন। সেখানে শারীরিক পরীক্ষার পর জানা যায় হাতটির দাঁত কাটা হয়েছিল মারাত্মক আঘাত করে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়ার্ল্ড লাইফ সুপার ভাইজার আনিসুর রহমান বলেন, হাতিটির দাঁত যে স্থান থেকে কাটার কথা সেখান থেকে না কেটে ঝুঁকিপূর্ণ জায়গায় কাটার ফলে ইনফেকশন হয়েছে। এখন নিয়মিত চিকিৎসা চলছে। এ ছাড়া হাতির বয়স খুবই বেশি হয়েছে। এখন দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম বলেন, দেশি-বিদেশি চিকিৎসকের পরামর্শে প্রতিনিয়ত ওষুধ খাওয়ানো হচ্ছে। একজন বিদেশি চিকিৎসক চিকিৎসা করছেন। তিনি অন্য গবেষণার পাশাপাশি নিয়মিত অসুস্থ হাতির চিকিৎসা নিচ্ছেন। 

তিনি আরও জানান, হাতিটির মালিকের নির্দেশনায় অথবা মাহুত হাতিটির দাঁত কেটে ফেলার কারণে মুখ দিয়ে প্রতিনিয়ত পুঁজ ঝড়ে পড়ছে। এ ছাড়া আমাদের পার্কের নিজস্ব ভেটেরিনারি সার্জন নিয়মিত চিকিৎসা চালাচ্ছেন হাতটি সুস্থ করে তুলতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত