Ajker Patrika

রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা 

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৫: ৫৬
রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা 

রাজধানী ঢাকার অন্যান্য এলাকার মতো জুরাইনে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই কয়েক শ শিক্ষার্থী হাতে লাঠি নিয়ে পরিবহনগুলোকে সুশৃঙ্খলাভাবে চলাচলে সহায়তা করছেন। ঢাকা-মাওয়া সড়কের পোস্তগোলা এলাকায় রাস্তা ঝাড়ু দিতে এবং জুরাইন ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতেও দেখা যায় তাঁদের।

সকাল ১০টার দিকে জুরাইন মাদ্রাসা রোডের মাথা থেকে পোস্তগোলা পর্যন্ত ঢাকা-মাওয়া সড়কে যানজট নিরসনে কাজ করছিলেন বিভিন্ন স্কুল-কলেজ ও  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে প্রবাসী ছাত্র মনির হোসেন বলেন, ‘আমরা দলমত বুঝি না। এখানে আমাদের কোনো টিম লিডারও নাই। বিবেকের তাড়নায় আমরা এসব ময়লা-আবর্জনা পরিষ্কার করছি।’

এদিকে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত নারায়ণগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী তিফা বলেন, ‘ট্রাফিক পুলিশ সদস্যরা এখনো তাঁদের কর্মস্থলে ফিরে আসেননি। তাই জনগণের দুর্ভোগ লাঘবে ও রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহনগুলোকে সঠিকভাবে চলাচলে দায়িত্ব পালন করছি। ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে ফিরে এলে আমরা চলে যাব।’

জুরাইন এলাকার বাসিন্দা খোরশেদ বলেন, জুরাইন ফ্লাইওভারের নিচের বড় একটি অংশ এত দিন ময়লা-আবর্জনায় নোংরা হয়েছিল। সেই সঙ্গে পাবলিকের করা প্রস্রাবের দুর্গন্ধে নাক চেপে হাঁটতে হয়। শিক্ষার্থীরা পরিষ্কার করায় অনেকটা পরিচ্ছন্ন হয়েছে ফ্লাইওভারের নিচের অংশ ও রাস্তা। তবে এটা অব্যাহত রাখা উচিত।’

জুরাইনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাজুরাইন এলাকার আরেক বাসিন্দা জুয়েল বলেন, ‘শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত