Ajker Patrika

ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার নারী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ২২: ২৮
ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার নারী

ফেসবুকের মাধ্যমে নির্মাণশ্রমিকের সঙ্গে পরিচয় হয় ৩২ বছরের এক নারীর। পরিচয়ের সূত্রে গ্রাম থেকে রাজধানীর উত্তরার একটি নির্মাণাধীন ভবনে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন ওই নারী। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—সোহেল রানা (১৯), জয়নাল আবেদীন (২৮), মইনুল হোসেন (২৬), সুমন আলী (৩০) ও মাসুম আলী (৩৬)। 

উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত শুক্রবার (২৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া থেকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৪ নম্বর নির্মাণাধীন বাড়িতে ফেসবুক বন্ধু জহিরুলের সঙ্গে দেখা করতে আসেন ভুক্তভোগী। পরদিন শনিবার রাত ১১টার দিকে ওই বাড়তেই গণধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাদী হয়ে একটি মামলা করেন ভুক্তভোগী নারী। 

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, জহিরুল পেশায় একজন রাজমিস্ত্রি। উত্তরা ৬ নম্বর সেক্টরের ঘটনাস্থলের নির্মাণাধীন বাড়িতে নির্মাণশ্রমিকের কাজ করেন। তাঁর সঙ্গে ভুক্তভোগী নারীর দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। 

তিনি বলেন, ফেসবুক বন্ধুত্বের সুবাধে দেখা করতে গেলে পরদিন রাতে সোহেল রানা, জয়নাল আবেদীন, মইনুল হোসেন, সুমন আলী ও মাসুম আলী ভুক্তভোগীর হাত-পা বেঁধে ধর্ষণ করে। সেই সঙ্গে ভুক্তভোগীকে মৃত্যুর হুমকি দিয়ে তাঁর ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন, কানের দুল ও টাকাপয়সা ছিনিয়ে নেয়। ধর্ষকেরাও জহিরুলের সঙ্গে একই ভবনে নির্মাণকাজ করে। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় অভিযোগ করেন। পরে উত্তরার বিভিন্ন স্থানে এডিসি তাপস, উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম, ইন্সপেক্টর অপারেশন মোখলেছুর রহমানের সমন্বয়ে গঠিত একটি দল পাঁচজনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে গণধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত