Ajker Patrika

আধুনিক যন্ত্রপাতি বসিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আধুনিক যন্ত্রপাতি বসিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবি  

বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাট-সুতা ও বস্ত্রকল অটো মেশিনসহ উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি বসিয়ে চালু করাসহ ৬ দফা দাবি জানিয়েছে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রাষ্ট্রায়ত্ত খাত রক্ষার আন্দোলনে ১৭ জন শ্রমিক হত্যার স্মরণে শ্রমিক হত্যা দিবসের আলোচনা সভায় এসব দাবি করা হয়। পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ এই সভার আয়োজন করে।

পরিষদের অন্যান্য দাবিগুলো হলো-পাট-সুতা ও বস্ত্রকলের চাকরিচ্যুতদের মধ্যে কর্মক্ষম শ্রমিকদের কাজে ফিরিয়ে আনতে হবে; সরকারি অধিগ্রহণকৃত, হস্তান্তরিত ও ব্যক্তিমালিকানাধীন পাট-সুতা ও বস্ত্র শিল্প শ্রমিকদের আইনসম্মত সমুদয় বকেয়া পাওনা পরিশোধ করতে হবে; ব্যক্তি মালিকানাধীন পাট-সুতা ও বস্ত্র শিল্প শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের রোয়েদাদ প্রকাশ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে; অতীতের ন্যায় শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করতে হবে; শ্রমিক-কর্মচারীদের জীবনমানের উন্নতি নিশ্চিত করাসহ রাষ্ট্রায়ত্ত খাত রক্ষার আন্দোলনে ১৯৯৪ সালে নিহত ১৭ জন শ্রমিকদের দুর্দশাগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে হবে।

আলোচনা সভায় আলোচকেরা বলেন, লোকসানের অজুহাত দেখিয়ে পাট-সুতা ও বস্ত্রকলগুলো বন্ধ করা হয়েছে। ভূলনীতি, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণ পরিলক্ষিত হলেও মৌলিক কারণ পুরাতন অনাধুনিক যন্ত্রের ব্যবহার যা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসলেও আমলে নেওয়া হয়নি। কারখানাগুলোকে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা আধুনিকায়ন করে চালু করলে অবশ্যই লাভজনক শিল্পে উন্নীত করা সম্ভব যা আমাদের প্রধানতম দাবি।

সভায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক শ্রমিকনেতা শহীদুল্লাহ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব কামরুল আহসান, জনাব মছিউদদৌল্লা, জনাব জেড. এম. কামরুল আনাম, জনাব সিরাজুল ইসলাম, জনাব মনোয়ার হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত