Ajker Patrika

বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ারসহ ২ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৮: ৩৪
বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ারসহ ২ জন রিমান্ডে

রাজধানীর হাতিরঝিল থানায় করা নাশকতার এক মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ারের আট দিন এবং শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে তাঁদের আদালতে হাজির করা হয়। তাঁদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ডিবির এসআই আবুল বাসার। অপর পক্ষে তাঁদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার বিএনপি নেতা আনোয়ারকে মিরপুর থানার মধ্য পীরেরবাগ এলাকা থেকে এবং মো. শাহীনকে কলাবাগান থানা এলাকা থেকে আটক করা হয়।

গত ২৯ অক্টোবর গোয়েন্দা বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোক্তারুজ্জামান হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়, ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনকালে সংবাদ পান, হাতিরঝিল থানার মগবাজার রেলগেট এলাকায় বিএনপির নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করছেন। জনগণের মধ্যে ত্রাস সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন। সংবাদের সত্যতা যাচাই করার জন্য মগবাজার ওয়ারলেস রেলগেটসংলগ্ন ৫০৭ নাবিল ফুড দোকানের সামনে রাস্তার ওপর পুলিশ উপস্থিত হলে উত্তেজিত বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে লাঠি, ইটপাটকেল নিক্ষেপ করেন। আসামিদের নিক্ষিপ্ত লাঠি ও ইটের আঘাতে সঙ্গীয় তিন পুলিশ সদস্য আহত হন। 

তাৎক্ষণিকভাবে তাঁদের চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১৫টি বাঁশের লাঠি, ২০টি ছোট-বড় ইটের টুকরা, ১২টি ভাঙা কাচের টুকরা উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত