Ajker Patrika

যাত্রাবাড়ীতে গ্যাস-সংকট নিরসন দাবিতে গ্রাহকদের মানববন্ধন

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ০২ মে ২০২৫, ২১: ৪২
গ্যাস সংকট নিরসনের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা
গ্যাস সংকট নিরসনের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস-সংকট নিরসন দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ভুক্তভোগী বাসিন্দারা বলেন, ১৫ বছর ধরে তাঁরা এই এলাকায় গ্যাস–সংকটে ভুগছেন। গ্যাস সরবরাহ না থাকায় বাসাবাড়িতে চুলা জ্বলছে না, যার ফলে সকালের নাস্তাসহ দিনের খাবার ঠিকমতো হচ্ছে না। শুকনো খাবার ও হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এতে শিক্ষার্থীসহ শিশু ও রোগীদের চরম কষ্ট হচ্ছে।

তাঁরা বলেন, ঝুঁকি নিয়ে বাসাবাড়ির ছাদে, বারান্দায়, কক্ষের ভেতর লাকড়ির চুলায়, আবার কাউকে সিলিন্ডার গ্যাসে রান্না করতে হচ্ছে। তা ছাড়া এ এলাকার গ্যাস পাইপলাইন দীর্ঘ ২৫-৩০ বছরের পুরোনো। পাইপ লিকেজ থাকায় স্যুয়ারেজের পানি গ্যাস পাইপে প্রবেশ করে। এতে গ্যাস সরবরাহ হতে পারে না।

যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদল সরদার বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাইনি। বাসায় রান্না করতে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। অন্যদিকে গ্যাস ব্যবহার না করেও প্রতি মাসে তিতাসকে বিল পরিশোধ করতে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

গ্যাস–সংকট নিরসনের দাবিতে আজ জুমার নামাজের পর যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা
গ্যাস–সংকট নিরসনের দাবিতে আজ জুমার নামাজের পর যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে বক্তব্য দেন জালাল উদ্দিন, শেখ মিজানুর রহমান, সাঈদ আহমেদ, নজরুল ইসলাম, মামুনুর রশিদ দিপু, সিরাজ উদ্দিন, রোকনুজ্জামান বাবু, এম এ আমিন লিটন, রুহুল আমিন প্রমুখ।

আগামী মঙ্গলবারের মধ্যে গ্যাস-সংকটের সমাধান না হলে বুধবার (৭ মে) রায়েরবাগ তিতাস গ্যাস অফিস ঘেরাও করার কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ধলপুর, গোলাপবাগ, সায়েদাবাদ, স্টাফ কোয়ার্টার, কাজলা, লিচুবাগান, কাজী দরগা, কাজীপাড়া এলাকার কয়েক শ বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত