Ajker Patrika

দেড় সপ্তাহের ব্যবধানে আজিমপুর কলোনিতে আবার অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেড় সপ্তাহের ব্যবধানে আজিমপুর কলোনিতে আবার অগ্নিকাণ্ড

দেড় সপ্তাহের ব্যবধানে পুরান ঢাকার আজিমপুর সরকারি কলোনির ‘বি’ জোনের বহুতল ভবনে আবারও আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১টার দিকে ‘বি’ জোনের ১৩ নম্বর ভবনের ৬ /সি বাসায় আগুন লাগে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গত ৮ আগস্ট ৬ নম্বর ভবনে আগুন লেগেছিল। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১টার দিকে ‘বি’ জোনের ১৩ নম্বর ভবনের ৬ /সি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। আগুন মুহূর্তের মধ্যে পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এই বাসার বাসিন্দা ভবনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় আগুনের ধোঁয়া পাশের ফ্ল্যাটেও চলে আসে। আতঙ্কিত লোকজন ৯৯৯ নম্বরে ফোন করেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পলাশি স্টেশনের পরিদর্শক আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজিমপুর বি জোনের ১৩ নম্বর ভবনের ৬ /সি বাসার রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আগুনের সূত্রপাত হয়। লোকজন ৯৯৯ নম্বরে ফোন না করে সরাসরি তাদের স্টেশনে ফোন করলে তারা দ্রুত ঘটনাস্থলে আসতে পারতেন। আগুনে রান্নাঘরে বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী (ই/এম) আবদুল মান্নান জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এই বাসার লোকজন গ্যাস সিলিন্ডার থেকে চুলা জ্বালানোর চেষ্টা করছিলেন। ভুল ব্যবহারের কারণে আগুন ধরে যায়। 

এর আগে গত ৮ আগস্ট ভোরে আজিমপুর ‘বি’ জোনের ৬ নম্বর ভবনের ১৫ তলার সিড়িতে আগুনের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত