Ajker Patrika

গত বছরে দেশে ৪৩১ শিশুকে হত্যা: আসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২০: ৫২
গত বছরে দেশে ৪৩১ শিশুকে হত্যা: আসক

গত বছর সারা দেশে ৪৩১ শিশুকে হত্যা করা হয়েছে ৷ এর মধ্যে গত তিন মাসে হত্যা করা হয়েছে ১১৪ শিশুকে। একই সময়ে নির্যাতনের শিকার হয়েছে ২২৭টি শিশু। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু অধিকার লঙ্ঘন বিষয়ক সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও আসকের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে হত্যার শিকার ১১৪ শিশুর মধ্যে ২৮টির বয়সই ছয় বছরের কম। ১৯ জনের বয়স ৭ থেকে ১২ বছর। আর ৪৯ জনের বয়স ১৩ থেকে ১৮ বছর। আর ১৮টি শিশুর বয়সের উল্লেখ নেই। 

আসকের পরিসংখ্যান বলছে, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া হয় ৮৫ শিশুকে। এই তিন মাসে ধর্ষণের শিকার হয় ৫৯টি মেয়েশিশু এবং ৩২টি ছেলেশিশু। গত তিন মাসে আত্মহত্যা করে ২৫টি শিশু। 

আসকের চেয়ারপারসন আইনজীবী জেড আই খান পান্না আজকের পত্রিকাকে বলেন, ‘বছরে ৪৩১ শিশু হত্যা মানে প্রতিদিন অন্তত একটি শিশুকে হত্যা করা হচ্ছে। এর অর্থ হলো শিশুদের আমরা নিরাপদ সমাজ, নিরাপদ দেশ দিতে পারছি না। মাতৃক্রোড় ছাড়া কোথাও শিশুরা নিরাপদ নয়। শিশু হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার সঠিক তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। তাহলে এসব ঘটনা কিছুটা হলেও কমে আসবে বলে মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত