গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের মোটরসাইকেল মহড়া থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুলাইদ এলাকায় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে মোটরসাইকেল মহড়ার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি ওই এলাকার সৌদিপ্রবাসী মাহবুব আলমের ফ্ল্যাটে জানালার কাচ ছিদ্র হয়। অপর গুলি লেগে একই এলাকার কলেজশিক্ষক শিপুর খন্দকারের ভাড়া বাসায় জানালার গ্লাস ছিদ্র হয়ে গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যায়, রাম দা, লাঠি হকিস্টিকসহ ২২টি মোটরসাইকেল যোগে ৫০ থেকে ৬০ জন কিশোর ‘ইমারজেন্সি সাইরেন’ বাজিয়ে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শফিকমোড় সড়কে মহড়া দিচ্ছে। প্রতিটি মোটরসাইকেলে তিনজন কিশোর, আবার কোনো কোনো মোটরসাইকেলে ২ জন কিশোর রয়েছে। তাদের হাতে রয়েছে রাম দা, হকিস্টিক, লাঠিসহ দেশীয় অস্ত্র।
প্রবাসী মাহবুব আলমের শ্যালক জাকুয়ান খন্দকার জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুলাইদ-শফিকের মোড় সড়কে ২০ থেকে ২২টি মোটরসাইকেল যোগে প্রায় ৫০ জন তরুণ হঠাৎ মহড়া দেয়। ওই মহড়া থেকে প্রথমে তাঁর ভগ্নিপতির বাসায় এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি ফ্ল্যাটের জানালার কাচ ভেদ করে ঢুকে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে দুর্বৃত্তরা পাশে শফিকের মোড় এলাকায় শিমুল খন্দকার নামে এক কলেজশিক্ষকের ভাড়া বাসায় এক রাউন্ড গুলি ছোড়ে। তাতে জানালার থাই গ্লাস ভেঙে যায়। এরপর একই এলাকায় ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেল মহড়া দিয়ে চলে যায়।
জাকুয়ান খন্দকার বলেন, ‘আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। গুলি ছোড়ার কারণ কি তাও বলতে পারব না। মহড়ায় থাকা তরুণদের অনেকেই চেনেন।
সৌদিপ্রবাসী মাহবুব আলমের স্ত্রী ফারজানা আক্তার লাকি বলেন, ‘আমার স্বামী সৌদিপ্রবাসী। কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আমার ১৪ বছর বয়সী মহনা, ৮ বছর বয়সী জারান এবং বৃদ্ধা শাশুড়ি সুফিয়াকে নিয়ে থাকি। আজ হঠাৎ করে বিকট শব্দ হওয়ার পরপরই জানালার গ্লাসের গুঁড়া আমার মুখের ওপর পড়ে। এরপর বুঝতে পারি গুলি করা হয়েছে। তবে কি কারণে গুলি করা হয়েছে তা বলতে পারব না।’
কলেজশিক্ষক শিপুল খন্দকারের ভাড়াটিয়া আবু তাহাবী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ বাসায় শুয়ে ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ হলে আমাকে ফোন দেয়। আমি বাসায় গিয়ে দেখি জানালার গ্লাস ফেটে গেছে। এরপর বিষয়টি বাসার মালিককে অবহিত করি। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে এসে দুটি জায়গায় গুলি ছোড়ার আলামত দেখেছি সিসিটিভি ক্যামেরার ফুটেজে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য,গতকাল সোমবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে গুলি ও পেট্রল ছিটিয়ে আগুনের দেয় দুর্বৃত্তরা।
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের মোটরসাইকেল মহড়া থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুলাইদ এলাকায় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে মোটরসাইকেল মহড়ার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি ওই এলাকার সৌদিপ্রবাসী মাহবুব আলমের ফ্ল্যাটে জানালার কাচ ছিদ্র হয়। অপর গুলি লেগে একই এলাকার কলেজশিক্ষক শিপুর খন্দকারের ভাড়া বাসায় জানালার গ্লাস ছিদ্র হয়ে গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যায়, রাম দা, লাঠি হকিস্টিকসহ ২২টি মোটরসাইকেল যোগে ৫০ থেকে ৬০ জন কিশোর ‘ইমারজেন্সি সাইরেন’ বাজিয়ে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শফিকমোড় সড়কে মহড়া দিচ্ছে। প্রতিটি মোটরসাইকেলে তিনজন কিশোর, আবার কোনো কোনো মোটরসাইকেলে ২ জন কিশোর রয়েছে। তাদের হাতে রয়েছে রাম দা, হকিস্টিক, লাঠিসহ দেশীয় অস্ত্র।
প্রবাসী মাহবুব আলমের শ্যালক জাকুয়ান খন্দকার জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুলাইদ-শফিকের মোড় সড়কে ২০ থেকে ২২টি মোটরসাইকেল যোগে প্রায় ৫০ জন তরুণ হঠাৎ মহড়া দেয়। ওই মহড়া থেকে প্রথমে তাঁর ভগ্নিপতির বাসায় এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি ফ্ল্যাটের জানালার কাচ ভেদ করে ঢুকে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে দুর্বৃত্তরা পাশে শফিকের মোড় এলাকায় শিমুল খন্দকার নামে এক কলেজশিক্ষকের ভাড়া বাসায় এক রাউন্ড গুলি ছোড়ে। তাতে জানালার থাই গ্লাস ভেঙে যায়। এরপর একই এলাকায় ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেল মহড়া দিয়ে চলে যায়।
জাকুয়ান খন্দকার বলেন, ‘আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। গুলি ছোড়ার কারণ কি তাও বলতে পারব না। মহড়ায় থাকা তরুণদের অনেকেই চেনেন।
সৌদিপ্রবাসী মাহবুব আলমের স্ত্রী ফারজানা আক্তার লাকি বলেন, ‘আমার স্বামী সৌদিপ্রবাসী। কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আমার ১৪ বছর বয়সী মহনা, ৮ বছর বয়সী জারান এবং বৃদ্ধা শাশুড়ি সুফিয়াকে নিয়ে থাকি। আজ হঠাৎ করে বিকট শব্দ হওয়ার পরপরই জানালার গ্লাসের গুঁড়া আমার মুখের ওপর পড়ে। এরপর বুঝতে পারি গুলি করা হয়েছে। তবে কি কারণে গুলি করা হয়েছে তা বলতে পারব না।’
কলেজশিক্ষক শিপুল খন্দকারের ভাড়াটিয়া আবু তাহাবী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ বাসায় শুয়ে ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ হলে আমাকে ফোন দেয়। আমি বাসায় গিয়ে দেখি জানালার গ্লাস ফেটে গেছে। এরপর বিষয়টি বাসার মালিককে অবহিত করি। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে এসে দুটি জায়গায় গুলি ছোড়ার আলামত দেখেছি সিসিটিভি ক্যামেরার ফুটেজে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য,গতকাল সোমবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে গুলি ও পেট্রল ছিটিয়ে আগুনের দেয় দুর্বৃত্তরা।
রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
৪ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলা টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
১৪ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান দিদারুল ইসলাম রতন (৩৬)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে ২৭ বছর বয়স
১ ঘণ্টা আগে