Ajker Patrika

বিস্ফোরক মামলায় আ.লীগের ২১ নেতা-কর্মী কারাগারে

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৫, ২২: ১৫
ফরিদপুরে আওয়ামী লীগের ২১ জন নেতা–কর্মী কারাগারে। ছবি: আজকের পত্রিকা
ফরিদপুরে আওয়ামী লীগের ২১ জন নেতা–কর্মী কারাগারে। ছবি: আজকের পত্রিকা

বিস্ফোরক মামলায় ফরিদপুরে আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ফরিদপুর জেলা দায়রা ও জজ আদালতের বিচারক এই আদেশ দেন। এ সময় অসুস্থ বিবেচনায় একজনের জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে মামলার ২২ আসামি হাইকোর্টের নির্দেশে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। হাইকোর্ট জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাঁদের নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) আলী আশরাফ নান্নু আজকের পত্রিকাকে বলেন, আজ ছিল হাইকোর্ট থেকে জামিনে থাকার শেষ দিন। এ জন্য ওই ২২ আসামি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

তবে শুনানি শেষে আদালত অসুস্থ বিবেচনা করে নবাব আলী (৬৫) নামের একজনকে জামিন মঞ্জুর করলেও বাকি ২১ জনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশি প্রহরায় তাঁদের আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

কারাগারে নিয়ে যাওয়া আসামিরা হলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল শেখ, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মতিয়ার রহমান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান।

এ ছাড়া কারাগারে নিয়ে যাওয়া ব্যক্তিরা ছিলেন আবুল বাসার শেখ, বাদশা সিকদার, আসলাম মোল্লা, তাবিবুর রহমান, সেলিম শেখ, আব্দুল কুদ্দুস, আজিজুর রহমান তালুকদার, সুলতান মাহমুদ, আজিজ খন্দকার, শহিদুল ইসলাম, আইয়ুব আলী, সৈয়দ আশরাফ আলী, আবুল হোসেন ও হাসান মিয়া।

জানা যায়, গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সরদার। মামলায় আড়াই থেকে তিন হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত