ফেনী প্রতিনিধি
ফেনীতে রোগীদের সেবা কার্যক্রম বন্ধ রেখে সদর হাসপাতালে বসন্তবরণ উৎসব করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরোনো ভবনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গান-বাজনা নিয়ে আনন্দে মেতে ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
এদিকে, দিনটিতে সরকারিভাবে নির্ধারিত কোনো ছুটি না থাকলেও বসন্তবরণ উৎসব চলে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ফলে সরকারি হাসপাতালটির আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিতে আসা চার শতাধিক রোগী সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিমা বেগম নামে এক নারী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এসে চিকিৎসকের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও পাইনি। হাসপাতালে উৎসব তাই সেবা দেরি হচ্ছে শুনেছি।’ পরে তিনি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেবেন বলে হাসপাতাল ত্যাগ করেন।
চিত্তরঞ্জন নামে এক বৃদ্ধ বলেন, ‘সারা রাত কোমর ব্যথায় কষ্ট করেছি। সকালে ডাক্তার দেখিয়ে সমস্যা থেকে মুক্তি পাব ধারণা করেছি, এখন কোথায় যাব বুঝতে পারছি না। এ ধরনের আয়োজন অন্য সময় করলে ভালো হতো।’
শফিকুর রহমান নামে আরেক রোগী চিকিৎসককে না পেয়ে কী করবেন বুঝতে পারছেন না। তিনি বলেন-‘দীর্ঘক্ষণ অপেক্ষায় আছি কিন্তু কেউ জানাচ্ছে না চিকিৎসক কোথায় আছেন। হাসপাতালের কাউকে জিজ্ঞেস করলেও ধমক দেন।’
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদিনের মতো সকাল ১০টা থেকে হাসপাতালে চিকিৎসাসেবা দিয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজীর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
ফেনীতে রোগীদের সেবা কার্যক্রম বন্ধ রেখে সদর হাসপাতালে বসন্তবরণ উৎসব করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরোনো ভবনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গান-বাজনা নিয়ে আনন্দে মেতে ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
এদিকে, দিনটিতে সরকারিভাবে নির্ধারিত কোনো ছুটি না থাকলেও বসন্তবরণ উৎসব চলে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ফলে সরকারি হাসপাতালটির আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিতে আসা চার শতাধিক রোগী সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিমা বেগম নামে এক নারী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এসে চিকিৎসকের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও পাইনি। হাসপাতালে উৎসব তাই সেবা দেরি হচ্ছে শুনেছি।’ পরে তিনি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেবেন বলে হাসপাতাল ত্যাগ করেন।
চিত্তরঞ্জন নামে এক বৃদ্ধ বলেন, ‘সারা রাত কোমর ব্যথায় কষ্ট করেছি। সকালে ডাক্তার দেখিয়ে সমস্যা থেকে মুক্তি পাব ধারণা করেছি, এখন কোথায় যাব বুঝতে পারছি না। এ ধরনের আয়োজন অন্য সময় করলে ভালো হতো।’
শফিকুর রহমান নামে আরেক রোগী চিকিৎসককে না পেয়ে কী করবেন বুঝতে পারছেন না। তিনি বলেন-‘দীর্ঘক্ষণ অপেক্ষায় আছি কিন্তু কেউ জানাচ্ছে না চিকিৎসক কোথায় আছেন। হাসপাতালের কাউকে জিজ্ঞেস করলেও ধমক দেন।’
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদিনের মতো সকাল ১০টা থেকে হাসপাতালে চিকিৎসাসেবা দিয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজীর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
নরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
২ মিনিট আগেমানব পাচার মামলায় সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার খোকসা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা–পুলিশ।
৭ মিনিট আগেদেশে প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে আলোক শিক্ষালয়ে ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বুক অলিম্পিয়াড। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মুক্ত আসরের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটি। শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য এই অলিম্পিয়াড আয়
১০ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘১৯ ব্যাচের উদ্যোগে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শহীদ মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
১৭ মিনিট আগে