Ajker Patrika

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ ভিকারুননিসার ছাত্রীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৫: ৪২
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ ভিকারুননিসার ছাত্রীদের

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার ছাত্রীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকেরাও। 

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় শুরু হয় এই অবরোধ কর্মসূচি। ভিকারুননিসার ধানমন্ডি শাখা থেকে ছাত্রীদের বিক্ষোভ মিছিল বের হয়। মিরপুর রোডের আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড়ে এসে সড়কের দুই পাশ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করে তারা। 

এ সময় ‘আমাদের দাবি মানতে হবে, স্থায়ী ক্যাম্পাস দিতে হবে’ স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। 

বিক্ষোভে অংশ নেওয়া একজন অভিভাবক বলেন, ভিকারুননিসার চারটি শাখার মধ্যে এটাই প্রথম অনুমোদিত শাখা। ভাড়াবাড়িতে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘদিন হওয়ায় ভবনের টেম্পার চলে গেছে। অধ্যক্ষ সেটা জানেন। কিন্তু তিনি নতুন ভবন বা স্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ নেননি। লস প্রজেক্ট দেখিয়ে এই শাখা এখন বন্ধের পাঁয়তারা করছেন। সে জন্য ছাত্রী ও অভিভাবকেরা রাস্তায় নেমেছে। 

আরেকজন অভিভাবক বলেন, ‘সাবেক অধ্যক্ষ ফওজিয়া স্থায়ী ক্যাম্পাসের জন্য জমির বায়না করেছিলেন, কিন্তু বর্তমান অধ্যক্ষ কামরুন নাহার এসেই সেটা বাতিল করে দেন। এরপর ধানমন্ডি শাখার কয়েকজন শিক্ষককে মৌখিক নির্দেশে বদলি করা হয়। জমির বিষয়ে আমরা জেনেছি, রাঘব বোয়াল একটা কোম্পানি এরই মধ্যে বায়না করেছে। সে কারণে আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করছি।’ 

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন হচ্ছে শুনেছি। তবে এ বিষয়ে কোনো শিক্ষক বা অভিভাবক আমাদের কিছু জানাননি।’ 

তিনি আরও বলেন, ‘আপাতত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সম্ভব নয়। আমাদের ফান্ডে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এত টাকা নেই।’ 

সড়ক অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়ে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এহসানুল ফেরদাউস বলেন, ‘আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি। দুই আড়াই ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চেষ্টা করছি যানজট কমাতে। তবে রাস্তা বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে। স্কুল কর্তৃপক্ষকে আসতে বলা হয়েছে। তাঁরা আসলে আলোচনা করে শিক্ষার্থীদের তুলে দেওয়ার চেষ্টা করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত