নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোকে অযৌক্তিক ও অন্যায় বলে আখ্যা দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা রোধ করলে পানির মূল্য বৃদ্ধি করা লাগবে না বলে মনে করে ক্যাব।
আজ ক্যাবের এক বিজ্ঞপ্তিতে পানির দাম বৃদ্ধির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়।
ক্যাব জানায়, আগামী ১ জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। নতুন করে নির্ধারিত দাম অনুযায়ী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা। বর্তমান দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা। যা বর্তমানে ৪২ টাকা। পানির মূল্য প্রায় ১০ শতাংশ বাড়ানোর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ক্যাব।
ক্যাব বিজ্ঞপ্তিতে আরও জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি এমনিতেই জনজীবনকে আর্থিকভাবে দারুণ চাপে ফেলেছে। মানুষ ভীষণ কষ্টে আছে। মূল্য সমন্বয়ের নামে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে।
একই কায়দায় ঢাকা ওয়াসাও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত পানির দাম বহাল থাকলে জনমানুষের জীবনে দারুণতর আর্থিক কষ্টের বোঝা চাপিয়ে দেওয়া হবে।
ক্যাব জানায়, ইতিপূর্বে উচ্চ আদালতে ক্যাবের দায়েরকৃত এক রিটের মাধ্যমে আদালত বিধি প্রণয়ন না করে পানির মূল্য নির্ধারণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছে।
বিধি প্রণয়ন ছাড়াই পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত তাই অন্যায্য ও অযৌক্তিক। ক্যাব ঢাকা ওয়াসার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছে।
ক্যাব আরও জানায়, ওয়াসা সেবার পরিবর্তে বাণিজ্যিক ধারায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চালিয়ে, সরকারের কাছ থেকে একদিকে ভর্তুকি নিয়ে অন্যদিকে কোম্পানির মুনাফা দেখিয়ে যে লুণ্ঠনমূলক ব্যয় ও লুণ্ঠনমূলক মুনাফার প্রক্রিয়া তৈরি করেছে তা যেমন অগ্রহণযোগ্য, তেমনই জনস্বার্থের পরিপন্থী।
অতিরিক্ত গরমের তাপে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে দিশেহারা জনগণকে পানির মূল্য বাড়িয়ে জীবনকে বিপর্যস্ত না করার জন্য ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে, জনস্বার্থে তাদের শুভবুদ্ধির উদয় হবে ক্যাব সেটাই দেখতে চায়।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পানির হঠাৎ মূল্য বৃদ্ধি যা অন্যায়, অযৌক্তিক ও ভোক্তা স্বার্থবিরোধী—তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোকে অযৌক্তিক ও অন্যায় বলে আখ্যা দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা রোধ করলে পানির মূল্য বৃদ্ধি করা লাগবে না বলে মনে করে ক্যাব।
আজ ক্যাবের এক বিজ্ঞপ্তিতে পানির দাম বৃদ্ধির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়।
ক্যাব জানায়, আগামী ১ জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। নতুন করে নির্ধারিত দাম অনুযায়ী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা। বর্তমান দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা। যা বর্তমানে ৪২ টাকা। পানির মূল্য প্রায় ১০ শতাংশ বাড়ানোর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ক্যাব।
ক্যাব বিজ্ঞপ্তিতে আরও জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি এমনিতেই জনজীবনকে আর্থিকভাবে দারুণ চাপে ফেলেছে। মানুষ ভীষণ কষ্টে আছে। মূল্য সমন্বয়ের নামে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে।
একই কায়দায় ঢাকা ওয়াসাও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত পানির দাম বহাল থাকলে জনমানুষের জীবনে দারুণতর আর্থিক কষ্টের বোঝা চাপিয়ে দেওয়া হবে।
ক্যাব জানায়, ইতিপূর্বে উচ্চ আদালতে ক্যাবের দায়েরকৃত এক রিটের মাধ্যমে আদালত বিধি প্রণয়ন না করে পানির মূল্য নির্ধারণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছে।
বিধি প্রণয়ন ছাড়াই পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত তাই অন্যায্য ও অযৌক্তিক। ক্যাব ঢাকা ওয়াসার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছে।
ক্যাব আরও জানায়, ওয়াসা সেবার পরিবর্তে বাণিজ্যিক ধারায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চালিয়ে, সরকারের কাছ থেকে একদিকে ভর্তুকি নিয়ে অন্যদিকে কোম্পানির মুনাফা দেখিয়ে যে লুণ্ঠনমূলক ব্যয় ও লুণ্ঠনমূলক মুনাফার প্রক্রিয়া তৈরি করেছে তা যেমন অগ্রহণযোগ্য, তেমনই জনস্বার্থের পরিপন্থী।
অতিরিক্ত গরমের তাপে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে দিশেহারা জনগণকে পানির মূল্য বাড়িয়ে জীবনকে বিপর্যস্ত না করার জন্য ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে, জনস্বার্থে তাদের শুভবুদ্ধির উদয় হবে ক্যাব সেটাই দেখতে চায়।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পানির হঠাৎ মূল্য বৃদ্ধি যা অন্যায়, অযৌক্তিক ও ভোক্তা স্বার্থবিরোধী—তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
২৪ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২৫ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
৩৫ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে