অনলাইন ডেস্ক
নারীবিষয়ক সংস্কারের জন্য এখন পর্যন্ত গঠিত সব সংস্কার কমিশনে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। কমিশনের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ৮ বিভাগে আটটি পরামর্শ সভা করার বিষয়েও একমত হয়েছেন কমিশনের সদস্যরা।
রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমিতে আজ সোমবার দুপুরে নারীবিষয়ক সংস্কার কমিশনের বৈঠকটি হয়। কমিশনের পরবর্তী সভা হবে ১১ ডিসেম্বর।
কমিশনের প্রধান শিরীন পারভীন হক আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের লক্ষ্য দুটি। বৈষম্য দূর করা এবং সমতা প্রতিষ্ঠা করা। আমরা সব সংস্কার কমিশনে আমাদের সুপারিশ পাঠাব। আট বিভাগে আটটি পরামর্শ সভা করব। এ ছাড়াও বিভিন্ন গ্রুপ ও পেশাজীবীর সঙ্গে আমরা আলোচনা করব। সবার মতামতের ভিত্তিতে সুপারিশপত্র তৈরি করে কমিশনগুলোতে পাঠানো হবে।’
নারীদের প্রতি বৈষম্যমূলক আইন সংস্কারের বিষয়ে কমিশন সুপারিশ করবে কি না জানতে চাইলে শিরীন পারভীন হক বলেন, ‘এ বিষয়ে আমরা আইন সংস্কার কমিশনের কাছে সুপারিশ পাঠাব। নারীবিষয়ক সংস্কারের কাজগুলো ‘‘ক্রস ডিসিশন”। অন্য কমিশনগুলোও এর সঙ্গে যুক্ত। তাই আইনের বিষয়গুলো নিয়ে আইন কমিশনে, একইভাবে অন্য বিষয়গুলো নিয়ে সে-সংক্রান্ত কমিশনে সুপারিশ পাঠানো হবে।’
গত ১৭ অক্টোবর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর গত ১৮ নভেম্বর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের কার্যপ্রক্রিয়ায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।
নারীবিষয়ক সংস্কারের জন্য এখন পর্যন্ত গঠিত সব সংস্কার কমিশনে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। কমিশনের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ৮ বিভাগে আটটি পরামর্শ সভা করার বিষয়েও একমত হয়েছেন কমিশনের সদস্যরা।
রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমিতে আজ সোমবার দুপুরে নারীবিষয়ক সংস্কার কমিশনের বৈঠকটি হয়। কমিশনের পরবর্তী সভা হবে ১১ ডিসেম্বর।
কমিশনের প্রধান শিরীন পারভীন হক আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের লক্ষ্য দুটি। বৈষম্য দূর করা এবং সমতা প্রতিষ্ঠা করা। আমরা সব সংস্কার কমিশনে আমাদের সুপারিশ পাঠাব। আট বিভাগে আটটি পরামর্শ সভা করব। এ ছাড়াও বিভিন্ন গ্রুপ ও পেশাজীবীর সঙ্গে আমরা আলোচনা করব। সবার মতামতের ভিত্তিতে সুপারিশপত্র তৈরি করে কমিশনগুলোতে পাঠানো হবে।’
নারীদের প্রতি বৈষম্যমূলক আইন সংস্কারের বিষয়ে কমিশন সুপারিশ করবে কি না জানতে চাইলে শিরীন পারভীন হক বলেন, ‘এ বিষয়ে আমরা আইন সংস্কার কমিশনের কাছে সুপারিশ পাঠাব। নারীবিষয়ক সংস্কারের কাজগুলো ‘‘ক্রস ডিসিশন”। অন্য কমিশনগুলোও এর সঙ্গে যুক্ত। তাই আইনের বিষয়গুলো নিয়ে আইন কমিশনে, একইভাবে অন্য বিষয়গুলো নিয়ে সে-সংক্রান্ত কমিশনে সুপারিশ পাঠানো হবে।’
গত ১৭ অক্টোবর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর গত ১৮ নভেম্বর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের কার্যপ্রক্রিয়ায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৩ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৩ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে