রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে অপর একটি সিএনজি অটোরিকশার যাত্রীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যমুনা কোম্পানির তেলবাহী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসচালকের সহকারীসহ ১২ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই উভয় গাড়ির চালক পালিয়ে যান। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন যাত্রীরা। অন্যদিকে এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ যানজট নিরসনে কাজ করে। পরে বেলা ১১টার দিকে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী আবদুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার উদ্দেশে ভৈরব বাসস্ট্যান্ড থেকে ওই বাসে উঠি। খুব অল্প বয়সী চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। অনেক যাত্রী বেপরোয়া গতিতে বাস না চালানোর জন্য বারবার নিষেধও করেছেন। বাসটি নীলকুঠিতে পৌঁছালে একই সময়ে একটি সিএনজি অটোরিকশা সড়কে ওঠে। ওই সিএনজিতে থাকা যাত্রীদের বাঁচাতে চালক বাসটি ডানদিকে নেন এবং বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসের হেলপার পা ভেঙে গুরুতর আহত হয়েছেন।’
আবদুল আওয়াল আরও বলেন, ‘বাসের ১২ জন যাত্রী আহত হয়েছে। বাসটি পরিপূর্ণ যাত্রী নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় সিএনজি অটোচালকের দোষ বেশি ছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, পুলিশের সামনেই মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহন সারা দিন চলাচল করে। অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটছে। কিছুদিন পর পর ছোট-বড় দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এ রকম দুর্ঘটনা থেকে আমরা মুক্তি চাই।’
পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুরা জোনের ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। খুঁটির ক্ষতিপূরণ চেয়ে রায়পুরা থানায় মামলা করব।’
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যাচ্ছি। এ ঘটনার পর থেকে উভয় গাড়ির চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে অপর একটি সিএনজি অটোরিকশার যাত্রীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যমুনা কোম্পানির তেলবাহী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসচালকের সহকারীসহ ১২ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই উভয় গাড়ির চালক পালিয়ে যান। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন যাত্রীরা। অন্যদিকে এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ যানজট নিরসনে কাজ করে। পরে বেলা ১১টার দিকে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী আবদুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার উদ্দেশে ভৈরব বাসস্ট্যান্ড থেকে ওই বাসে উঠি। খুব অল্প বয়সী চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। অনেক যাত্রী বেপরোয়া গতিতে বাস না চালানোর জন্য বারবার নিষেধও করেছেন। বাসটি নীলকুঠিতে পৌঁছালে একই সময়ে একটি সিএনজি অটোরিকশা সড়কে ওঠে। ওই সিএনজিতে থাকা যাত্রীদের বাঁচাতে চালক বাসটি ডানদিকে নেন এবং বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসের হেলপার পা ভেঙে গুরুতর আহত হয়েছেন।’
আবদুল আওয়াল আরও বলেন, ‘বাসের ১২ জন যাত্রী আহত হয়েছে। বাসটি পরিপূর্ণ যাত্রী নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় সিএনজি অটোচালকের দোষ বেশি ছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, পুলিশের সামনেই মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহন সারা দিন চলাচল করে। অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটছে। কিছুদিন পর পর ছোট-বড় দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এ রকম দুর্ঘটনা থেকে আমরা মুক্তি চাই।’
পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুরা জোনের ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। খুঁটির ক্ষতিপূরণ চেয়ে রায়পুরা থানায় মামলা করব।’
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যাচ্ছি। এ ঘটনার পর থেকে উভয় গাড়ির চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’
ঘন কুয়াশায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতরা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে তাঁরা পঙ্গু হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। আহত বেশ কয়েকজন সড়কের ওপর শুয়ে পড়েন।
১ ঘণ্টা আগেবাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায় আখেরি মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের পাপের ক্ষমা, সঠিক পথের দিশা চেয়ে এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
১ ঘণ্টা আগেচাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারি থেকে তাঁকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।
২ ঘণ্টা আগে