Ajker Patrika

টিটু চোখ হারিয়েছেন গণতন্ত্রের স্বার্থে: রিজভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯: ৫২
টিটু চোখ হারিয়েছেন গণতন্ত্রের স্বার্থে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জে কিছুদিন আগে শাওন নামে এক যুবদল কর্মী মারা গেছেন। সারা দেশে এভাবে ১৮ জনের মতো নেতা-কর্মীকে মেরে ফেলা হয়েছে। টিটুর মতো অসংখ্য নেতা-কর্মীর চোখ চলে গেছে পুলিশের গুলিতে। টিটু চোখ হারিয়েছেন গণতন্ত্রের স্বার্থে। এই ত্যাগ বৃথা যাবে না। 

পুলিশের গুলিতে আহত বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুকে দেখতে এসে আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় এ মন্তব্য করেন রিজভী। শহীদুল ইসলাম টিটু ফতুল্লা থানা বিএনপির সভাপতি। 

রিজভী বলেন, দেশের জন্য কারও আত্মত্যাগ কখনো বৃথা যায় না। ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু কিছুদিন আগে যুবদল করতেন। এর আগে ছাত্রদলের রাজনীতি করেছেন। তরুণদের তিনি দিকনির্দেশনা দেবেন—এই চিন্তা করেই তিনি ফতুল্লা থানার দায়িত্ব নিয়েছেন। কিন্তু তাঁর বয়স তেমন একটা হয়নি। এই পৃথিবীতে আরও কিছু দেখার সময় রয়েছে। অথচ এই তরুণ বয়সে তাঁর চোখ হারাতে হয়েছে। এর চেয়ে হৃদয়বিদারক ঘটনা আর ঘটতে পারে না। তাঁর পরিবার, তাঁর সমাজ, তাঁর দলের লোকজনের সঙ্গে চোখে চোখ মিলিয়ে তিনি কথা বলতে পারছেন না। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত