নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার পেট ফেটে বেরিয়ে আসা শিশু ফাতেমা ও তার পরিবারের ভরণ পোষণের জন্য সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসকের কাছে থাকা ১৩ লাখ ৫২ হাজার টাকা দিয়ে এ সঞ্চয়পত্র কিনতে বলা হয়েছে।
একই সঙ্গে ট্রাস্টি বোর্ডকেও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আর ওই টাকা দিয়েও সঞ্চয়পত্র কিনে দিতে বলেছেন আদালত।
যাতে সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে শিশু ফাতেমা, তার দুই ভাই-বোন ও দাদির ব্যয় নির্বাহ করা যায়।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘শিশু ফাতেমার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৩ লাখ ৫২ হাজার টাকা ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে রয়েছে। এ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে দিতে নির্দেশ দিয়েছেন। আমাদের বলেছেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডে আবেদন করতে। আর আবেদনের ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডকে ক্ষতিপূরণ দিতে বলেছেন আদালত।’
গত বছরের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী জাহাঙ্গীর আলম ও ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে করে স্থানীয় একটি ক্লিনিকে যাচ্ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা ত্রিশালের রায়মনি গ্রামের রত্না বেগম (৩০)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। তবে ট্রাকের চাকার চাপায় রত্নার শরীরের অর্ধাংশ থেঁতলে গেলেও পেট ফেটে বেরিয়ে পড়া শিশুটি বেঁচে যায়।
এই শিশুর বয়স ১৮ বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই রিট করা হয়।
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার পেট ফেটে বেরিয়ে আসা শিশু ফাতেমা ও তার পরিবারের ভরণ পোষণের জন্য সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসকের কাছে থাকা ১৩ লাখ ৫২ হাজার টাকা দিয়ে এ সঞ্চয়পত্র কিনতে বলা হয়েছে।
একই সঙ্গে ট্রাস্টি বোর্ডকেও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আর ওই টাকা দিয়েও সঞ্চয়পত্র কিনে দিতে বলেছেন আদালত।
যাতে সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে শিশু ফাতেমা, তার দুই ভাই-বোন ও দাদির ব্যয় নির্বাহ করা যায়।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘শিশু ফাতেমার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৩ লাখ ৫২ হাজার টাকা ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে রয়েছে। এ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে দিতে নির্দেশ দিয়েছেন। আমাদের বলেছেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডে আবেদন করতে। আর আবেদনের ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডকে ক্ষতিপূরণ দিতে বলেছেন আদালত।’
গত বছরের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী জাহাঙ্গীর আলম ও ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে করে স্থানীয় একটি ক্লিনিকে যাচ্ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা ত্রিশালের রায়মনি গ্রামের রত্না বেগম (৩০)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। তবে ট্রাকের চাকার চাপায় রত্নার শরীরের অর্ধাংশ থেঁতলে গেলেও পেট ফেটে বেরিয়ে পড়া শিশুটি বেঁচে যায়।
এই শিশুর বয়স ১৮ বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই রিট করা হয়।
কুমিল্লার দাউদকান্দিতে আবুল বাসার বাদশা মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে...
১৬ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
৩০ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
৩৯ মিনিট আগেমানিকগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ৫০ বছরের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন।
৪৩ মিনিট আগে