Ajker Patrika

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহতের ঘটনায় এমএসএফের উদ্বেগ ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৯: ৪৫
জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহতের ঘটনায় এমএসএফের উদ্বেগ ও নিন্দা

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। অভিযোগ রয়েছে সরকারদলীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তাঁর অনুসারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় ওই সাংবাদিক নিহত হন।  

আজ শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও উদ্বেগ জানায় এমএসএফ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানি ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় হামলার শিকার হন। পরদিন বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এমন ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ্য গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। 

সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এমএসএফ বলে, বাংলাদেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলার ঘটনা এতটাই স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে, যা শুধু দুঃখজনকই নয় বরং সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থী। সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যুতে মারাত্মকভাবে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করেছে। 

এমএসএফের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার ক্ষেত্রে এ ঘটনার বৃহত্তর প্রভাব বিবেচনায় নিয়ে সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত