Ajker Patrika

কালুখালীতে মোটরসাইকেলে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৯: ০৮
কালুখালীতে মোটরসাইকেলে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

রাজবাড়ীর কালুখালীতে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, রাতে পুলিশের একটি দল টহলে ছিল। চাঁদপুর এলাকায় বিকট শব্দ শুনতে পেয়ে সেখানে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। সেখানে গিয়ে দেখা যায়, একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। পরে ওই স্থান থেকে চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম লাবু বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার কালুখালী থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত