Ajker Patrika

ঈদ আনন্দ সঙ্গী করে ফিরছেন ঢাকাবাসী, কমলাপুর রেলস্টেশনে ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিরতে থাকা মানুষের চোখে-মুখে এখনো রয়ে গেছে ঈদের আনন্দের রেশ। ছবি: আজকের পত্রিকা।
ফিরতে থাকা মানুষের চোখে-মুখে এখনো রয়ে গেছে ঈদের আনন্দের রেশ। ছবি: আজকের পত্রিকা।

ঈদের ছুটি শেষে ফিরছেন ঢাকাবাসী। অনেকে আবার কর্মক্ষেত্রের উদ্দেশে ছাড়ছেন রাজধানী। আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশনে এই যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। তবে ঢাকা ছেড়ে যাওয়াদের চেয়ে ঢাকায় ফেরা মানুষের সংখ্যাটাই বেশি। যাত্রা পথের ক্লান্তি ছাপিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরতে থাকা মানুষের চোখে-মুখে এখনো রয়ে গেছে ঈদের আনন্দের রেশ।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে একের পর এক ট্রেন ভিড়ছে যাত্রীদের নিয়ে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৮টি ট্রেন কমলাপুরে এসেছে এবং ছেড়ে গেছে ১০টি ট্রেন। প্রায় সব ট্রেনেই যাত্রীদের ভিড় ছিল। এর মধ্যে ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীদের অনেক ভিড় ছিল। একই সঙ্গে বেশির ভাগ প্ল্যাটফর্মে বিভিন্ন ট্রেনে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের অপেক্ষা করতেও দেখা গেছে।

দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস ট্রেনে কমলাপুর এসেছেন সরকারি চাকরিজীবী মো. আল রাব্বি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী রোববার অফিস খুলবে, তার আগেই চলে আসতে হয়েছে টিকিট পাইনি বলে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ কাটিয়ে ভালোই লেগেছে, তবে পরিবার রেখে আমি একাই এসেছি। যেহেতু রোববার অফিস খুলবে আরও একদিন থাকার সুযোগ ছিল, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ায় থাকতে পারিনি। ফিরতি যাত্রা ভালোই হয়েছে। সময়মতো ট্রেন দিনাজপুর থেকে ছেড়েছে এবং সময়মতোই কমলাপুর এসেছে।’

এদিকে পরিবার নিয়ে সান্তাহার যাচ্ছেন শামিম রহমান। তিনি বলেন, ‘ঢাকায় ছোটখাটো কাপড়ের ব্যবসা করি সে জন্য ঈদের সময় যাওয়া হয় না। এখন ঈদের পরে পরিবারের সঙ্গে সময় কাটাতে সান্তাহার যাচ্ছি। আগে খারাপ লাগত ঢাকায় ঈদ করতে। এখন ব্যবসার খাতিরে অভ্যাস হয়ে গেছে ফলে ঈদের পরেই যাওয়া হয়।’

ফিরতে থাকা মানুষের চোখে-মুখে এখনো রয়ে গেছে ঈদের আনন্দের রেশ। ছবি: আজকের পত্রিকা।
ফিরতে থাকা মানুষের চোখে-মুখে এখনো রয়ে গেছে ঈদের আনন্দের রেশ। ছবি: আজকের পত্রিকা।

এদিকে রংপুর ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সময়মতো কমলাপুর থেকে ছেড়ে না যাওয়ায় যাত্রীদের স্টেশনে অপেক্ষা বাড়ছে। এতে এসব টেনের যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছে। বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশে সকাল সাড়ে ৮টায় এবং রংপুর এক্সপ্রেস রংপুরের উদ্দেশে সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রী মো. জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল। ১ ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ৯টার সময় ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় বলা হয়েছিল, তারপরও ছাড়েনি। ঈদ পরবর্তী ট্রেন কিছুটা বিলম্বে ছাড়ছে। সময়মতো ট্রেন না ছাড়ায় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে কমলাপুর রেলস্টেশনে ঘুরে দেখা যায়, ঈদের আগে ঈদযাত্রায় যে ধরনের চেকিং ব্যবস্থা ছিল। ঈদের পরে এখন সেটি কিছুটা শিথিল হয়েছে। ফলে টিকিট ছাড়াই অনেকে স্টেশনে ঢুকে পড়ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত