Ajker Patrika

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, নারী পোশাককর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৪৬
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, নারী পোশাককর্মী নিহত

ঢাকার আশুলিয়ায় দুই পক্ষের বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সময় ইটের আঘাতে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

আহত শ্রমিকদের অধিকাংশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জিরাবোর পুকুরপার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম রোকেয়া বেগম (৩০)। তিনি জিরাবোর পুকুরপার এলাকার ম্যাসকট গার্মেন্টস লিমিটেডের ফিনিশিং শাখার সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। 

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. ইজাজ আজকের পত্রিকাকে বলেন, আহত শ্রমিকদের ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়েছে। তাঁদের মাথায় গুরুতর জখম হয়েছে।

পুলিশ বলছে, কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর থেকে ম্যাসকট গার্মেন্টস লিমিটেড বন্ধ রয়েছে। শ্রমিকেরা প্রতিদিনই কারখানার সামনে উপস্থিত হয়ে কাজে যোগ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কর্তৃপক্ষ কারখানা খুলে না দেওয়ায় তাঁরা কাজ করতে পারছেন না। 

আজ সকালে নির্দিষ্ট সময়ে শ্রমিকেরা কারখানার সামনে উপস্থিত হন। কিন্তু কারখানা বন্ধ থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। পরে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন ও রেডিয়েন্স নিটওয়্যার লিমিটেডে হামলা করে ওই দুই কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। পরে সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকেরা বের হয়ে ম্যাসকট গার্মেন্টসের শ্রমিকদের ধাওয়া দিলে ত্রিমুখী সংঘর্ষ হয়। 

পুলিশ আরও জানায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে রোকেয়া ঘটনাস্থলেই মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রোকেয়া মারা যান। তাঁর লাশ জিরাবোর পিএমকে হাসপাতালে রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত