Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ঢাকায় যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৪: ০৬
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ঢাকায় যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পল্লবী থানার দায়ের করা মামলায় ঢাকায় যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার পল্লবী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পল্লবী থানার পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান ও সদস্য সোহেল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট পল্লবী থানার মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ভুক্তভোগী মো. ইমরান। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ওই গুলিতে গুরুতর আহত হন ইমরান। 

আরও বলা হয়, উপস্থিত লোকজন আহত ইমরান হোসেনকে প্রথমে ক্লিনিকে নিয়ে যাওয়া হলে আসামিদের ভয়ে চিকিৎসা দেওয়া হয়নি। একপর্যায়ে ভুক্তভোগীর মা আরও লোকজনসহ ডা. আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ বলছে, এ ঘটনায় ইমরানের মা বাদী হয়ে গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তে গিয়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইমরানের ওপর আক্রমণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত