Ajker Patrika

৩ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না ঢাবি কর্মচারীর

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১১: ৩৬
৩ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না ঢাবি কর্মচারীর

তিন দিনের ছুটি পেয়ে গ্রামের বাড়ি মাদারীপুরে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সেলিম শিকদার (৪৮)। ছুটি শেষে ঢাকায় নিজ কর্মস্থলে ফেরার পথে বাঁশবোঝাই নছিমনের চাপায় মারা গেছেন তিনি।

আজ রোববার ভোরে ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচরের চান্দেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সেলিম শিকদার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার মৃত নূর মোহাম্মদ শিকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। 

নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে তাঁর ব্যক্তিগত স্কুটার নিয়ে বাড়িতে আসেন সেলিম শিকদার। পরে ছুটি কাটানো শেষে শনিবার দুপুরে নিজ কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। ঢাকায় ফেরার পথে শিবচরের চান্দেরচর এলাকায় পৌঁছালে একটি বাঁশবোঝাই নছিমন তাঁর স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে আহত হন তিনি। পরে সেখান থেকে তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে তাঁর অবস্থায় অবনতি হলে সেখান থেকে ঢাকা গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহতের প্রতিবেশী হাসান মাতুব্বর বলেন, ‘তিনি অনেক ভালো মানুষ ছিলেন। শবে বরাতে তিনি বাসায় এসেছিলেন। তবে তিনি যে এভাবে মারা যাবেন তা আমরা কেউ ভাবতে পারিনি।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমির হোসেন বলেন, ‘আমি ঘটনার ব্যাপারে শুনিনি, তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত