Ajker Patrika

নাশকতার মামলায় জবি ছাত্রদলের তিন নেতাসহ চারজন দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার মামলায় জবি ছাত্রদলের তিন নেতাসহ চারজন দুই দিনের রিমান্ডে

গত মে মাসে রাজধানীর কোতোয়ালী থানায় করা নাশকতার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের তিন নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের এক নেতাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডে নেওয়া ছাত্রদল নেতারা হলেন, জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, হাসিবুল হাসান ও সহ-সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সরকার সাইদী। অন্য আসামি হলেন, ঢাকা মহানগর দক্ষিণের ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চানু। 

আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলী আশ্রাব আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। 

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার এজাহার থেকে জানা যায়, চলতি বছরের ২৩ মে সকাল ভোর ৫টা ১০ মিনিটের দিকে পুরান ঢাকার জিন্দাবাহার পার্ক এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠন মিলে ১৬০/১৭০ নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে স্লোগান দেন। এ সময় তারা জনমনে ভীতি প্রদশর্ন ও সরকার উৎখাতে নানা বক্তব্য দেন। এতে এলাকাবাসী বাধা দিলে তাঁদের ওপর লাঠিসোটা দিয়ে হামলা করেন নেতা-কর্মীরা। এ ঘটনায় ওইদিন কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত