Ajker Patrika

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: ২৩ পদের ২১টিই আ.লীগ সমর্থিতদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২: ৩৩
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: ২৩ পদের ২১টিই আ.লীগ সমর্থিতদের 

ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২১টিতে জিতেছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মাত্র দুটি পদে জয়লাভ করেছে।

গতকাল শুক্রবার গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল। ফলাফল থেকে দেখা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৩৫ জন আইনজীবী ভোট দিয়েছিলেন। সে হিসাবে ভোট পড়েছে ৪৫ দশমিক ৮৪ শতাংশ। 

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন। সম্পাদকীয় ১৩টি পদের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। 

বিজয়ীরা হলেন সিনিয়র সহসভাপতি আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক মনিরা বেগম, অফিস সম্পাদক সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক মো. ওয়াকিলুর রহমান ও তথ্য ও যোগাযোগ সম্পাদক সৈয়দা ফরিদা ইয়াছমিন জয়লাভ করেছেন। 

এ ছাড়া ১০ সদস্য পদে জয়লাভ করেছেন—হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রূপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মো. আনোয়ার হোসেন চাঁদ, গাজী তানজিল আহমেদ, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া। এর মধ্যে মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ বিএনপি-জামায়াতপন্থী নীল দলের প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত