নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনুমোদনবিহীন ও ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে জেনেরিক অ্যাগ্রো নামক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা জিয়ানগর মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় যুগ্ম পরিচালক মো. ওবায়দুল ইসলাম ও উপপরিচালক মো. তাজুল ইসলামসহ এনএসআই এর অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিদপ্তর আরও জানায়, লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে বেক ম্যান ম্যাংগো ড্রিংকস, বেক ম্যান লিচি ড্রিংক, আহিয়ান লিচি ড্রিংকস, জেনেরিক অরেঞ্জ ড্রিংকস, বেক ম্যান ভায়োলেট কালার ফুড কালার, বেক ম্যান গ্রিন ফুড কালার, বেক ম্যান এগ ইয়েলো ফুড কালার, বেক ম্যান লেমন ইয়েলো ফুড কালার, বেক ম্যান স্ট্রবেরি রেড ফুড কালার, বেক ম্যান স্কাই ব্লু ফুড কালার, বেক ম্যান রোজ পিংক কালার, বেক ম্যান চিকেন কারি মসলা, বেক ম্যান কালা ভুনা মসলা, বেক ম্যান বেকিং পাউডার, বেক ম্যান চেরি রেড কালার, জেনেরিক ভ্যানিলা ফুড এসেনস, জেনেরিক সয়া সস, বেক ম্যান কেওড়া জল, আইসোলেটেড সয়াপ্রোটিন মেইড ইন ইন্ডিয়া, সয়া ফ্লাওর, প্রোডাক্ট অব বাংলাদেশসহ ২৫ প্রকারের শিশু খাদ্য দীর্ঘদিন ধরে উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ইন্ডিয়ান আইসোলেটেড সয়াপ্রোটিনসহ অন্যান্য শিশু খাদ্য নকল করে বাজারজাত করা, পণ্যের বোতলে লেবেলে উৎপাদন, মেয়াদ, প্রতিষ্ঠানের নাম ঠিকানা যথাযথভাবে না দেওয়া, শিশু খাদ্যে ভেজাল দেওয়া, অনুমোদনহীন রং শিশু খাদ্যে মিশ্রণ করা, পণ্যের নকল উৎপাদন করা ইত্যাদি অপরাধে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের একটি টিম উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করে।
অনুমোদনবিহীন ও ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে জেনেরিক অ্যাগ্রো নামক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা জিয়ানগর মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় যুগ্ম পরিচালক মো. ওবায়দুল ইসলাম ও উপপরিচালক মো. তাজুল ইসলামসহ এনএসআই এর অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিদপ্তর আরও জানায়, লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে বেক ম্যান ম্যাংগো ড্রিংকস, বেক ম্যান লিচি ড্রিংক, আহিয়ান লিচি ড্রিংকস, জেনেরিক অরেঞ্জ ড্রিংকস, বেক ম্যান ভায়োলেট কালার ফুড কালার, বেক ম্যান গ্রিন ফুড কালার, বেক ম্যান এগ ইয়েলো ফুড কালার, বেক ম্যান লেমন ইয়েলো ফুড কালার, বেক ম্যান স্ট্রবেরি রেড ফুড কালার, বেক ম্যান স্কাই ব্লু ফুড কালার, বেক ম্যান রোজ পিংক কালার, বেক ম্যান চিকেন কারি মসলা, বেক ম্যান কালা ভুনা মসলা, বেক ম্যান বেকিং পাউডার, বেক ম্যান চেরি রেড কালার, জেনেরিক ভ্যানিলা ফুড এসেনস, জেনেরিক সয়া সস, বেক ম্যান কেওড়া জল, আইসোলেটেড সয়াপ্রোটিন মেইড ইন ইন্ডিয়া, সয়া ফ্লাওর, প্রোডাক্ট অব বাংলাদেশসহ ২৫ প্রকারের শিশু খাদ্য দীর্ঘদিন ধরে উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ইন্ডিয়ান আইসোলেটেড সয়াপ্রোটিনসহ অন্যান্য শিশু খাদ্য নকল করে বাজারজাত করা, পণ্যের বোতলে লেবেলে উৎপাদন, মেয়াদ, প্রতিষ্ঠানের নাম ঠিকানা যথাযথভাবে না দেওয়া, শিশু খাদ্যে ভেজাল দেওয়া, অনুমোদনহীন রং শিশু খাদ্যে মিশ্রণ করা, পণ্যের নকল উৎপাদন করা ইত্যাদি অপরাধে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের একটি টিম উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করে।
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
২৫ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
২৬ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
৪০ মিনিট আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে