কিশোরগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায়, যাঁরা এখন মামলা বাণিজ্য করছেন, যাঁরা চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না।’
গতকাল শনিবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানায় অনুষ্ঠিত পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা করে এনসিপি।
হাসনাত বলেন, ‘আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে চাই, তাহলে প্রথমত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এনসিপির ব্যানারে, এনসিপিকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থানে থাকতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করেন, তাঁকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে, ৩০ হাজার টাকার বেতন দিয়ে কীভাবে ৪০ হাজার টাকার বাসায় থাকেন। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের এনসিপির কর্মীদের অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা হতে হবে। আপনারা নিজেরাও দুর্নীতি করতে পারবেন না। কেউ দুর্নীতি করলে তা প্রতিহত করতে হবে। নিজেদের টেন্ডারবাজি করা যাবে না। কেউ করলে প্রতিহত করতে হবে। সাংগঠনিকভাবে আমাদের সুসংহত হতে হবে।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা খবর পেয়েছি অন্যান্য রাজনৈতিক দল থেকে এনসিপির নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয়। আমরা আপনাদের বলছি, আপনারা ধৈর্য ধরুন, সংগঠনকে সুসংহত করুন। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ডে ওয়ার্ডে আগামী এক মাসের মধ্যে আমাদের কমিটিগুলো দিন। এলাকায় যত সুনাগরিক আছেন, তাঁদের হাতে-পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন। আমরা ভালো মানুষদের নিয়ে দল করতে চাই। পয়সাওয়ালা ১০০ চাঁদাবাজ থেকে একজন শিক্ষিত ভালো মানুষ দিয়ে দল করব। আমাদের লাখ লাখ কর্মীর প্রয়োজন নেই। আমাদের লাখ লাখ দুর্নীতিবাজের প্রয়োজন নেই। ১০টা ভালো মানুষ নিয়ে হলেও আমরা রাজপথে লড়াই অব্যাহত রাখব।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা জানি, একটা এলাকায় অনেক গ্রুপিং থাকে। অনেক ব্যক্তি রাজনীতিতে থাকেন। সেগুলোর ঊর্ধ্বে উঠে আজকের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এনসিপির জন্য আমাদের কাজ করতে হবে। আমরা আপনাদের কথা দিচ্ছি, এনসিপির নেতা-কর্মীদের জন্য প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে দিতে প্রস্তুত। আমাদের কর্মীদের জীবন, আমাদের কর্মীদের রক্ত, আমাদের কর্মীদের ঘামের মধ্য দিয়ে আমরা নেতা হয়েছি। আমাদের কর্মীদের এক ফোঁটা ঘামের দাম দিতে আমাদের যদি জীবন দিতে হয়, আমরা জীবন দেব। আমাদের এনসিপিকে সুসংহত করতে হবে।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায়, যাঁরা এখন মামলা বাণিজ্য করছেন, যাঁরা চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না।’
গতকাল শনিবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানায় অনুষ্ঠিত পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা করে এনসিপি।
হাসনাত বলেন, ‘আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে চাই, তাহলে প্রথমত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এনসিপির ব্যানারে, এনসিপিকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থানে থাকতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করেন, তাঁকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে, ৩০ হাজার টাকার বেতন দিয়ে কীভাবে ৪০ হাজার টাকার বাসায় থাকেন। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের এনসিপির কর্মীদের অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা হতে হবে। আপনারা নিজেরাও দুর্নীতি করতে পারবেন না। কেউ দুর্নীতি করলে তা প্রতিহত করতে হবে। নিজেদের টেন্ডারবাজি করা যাবে না। কেউ করলে প্রতিহত করতে হবে। সাংগঠনিকভাবে আমাদের সুসংহত হতে হবে।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা খবর পেয়েছি অন্যান্য রাজনৈতিক দল থেকে এনসিপির নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয়। আমরা আপনাদের বলছি, আপনারা ধৈর্য ধরুন, সংগঠনকে সুসংহত করুন। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ডে ওয়ার্ডে আগামী এক মাসের মধ্যে আমাদের কমিটিগুলো দিন। এলাকায় যত সুনাগরিক আছেন, তাঁদের হাতে-পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন। আমরা ভালো মানুষদের নিয়ে দল করতে চাই। পয়সাওয়ালা ১০০ চাঁদাবাজ থেকে একজন শিক্ষিত ভালো মানুষ দিয়ে দল করব। আমাদের লাখ লাখ কর্মীর প্রয়োজন নেই। আমাদের লাখ লাখ দুর্নীতিবাজের প্রয়োজন নেই। ১০টা ভালো মানুষ নিয়ে হলেও আমরা রাজপথে লড়াই অব্যাহত রাখব।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা জানি, একটা এলাকায় অনেক গ্রুপিং থাকে। অনেক ব্যক্তি রাজনীতিতে থাকেন। সেগুলোর ঊর্ধ্বে উঠে আজকের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এনসিপির জন্য আমাদের কাজ করতে হবে। আমরা আপনাদের কথা দিচ্ছি, এনসিপির নেতা-কর্মীদের জন্য প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে দিতে প্রস্তুত। আমাদের কর্মীদের জীবন, আমাদের কর্মীদের রক্ত, আমাদের কর্মীদের ঘামের মধ্য দিয়ে আমরা নেতা হয়েছি। আমাদের কর্মীদের এক ফোঁটা ঘামের দাম দিতে আমাদের যদি জীবন দিতে হয়, আমরা জীবন দেব। আমাদের এনসিপিকে সুসংহত করতে হবে।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন প্রমুখ।
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৭ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১১ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
১৫ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
১৯ মিনিট আগে