Ajker Patrika

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এমডিসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৮: ২১
Thumbnail image

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলীসহ চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই নিষেধাজ্ঞা জারি করেন।

অন্য যাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শাখাওয়াত আলী এবং দুজন পরিচালক। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। দুদকের উপপরিচালক মো. জালাল উদ্দিন নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহকদের বিভিন্ন বিমার ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যবস্থাপনার খরচ দেখিয়ে কোম্পানির এই শীর্ষ কর্মকর্তারা ভাগ-বাঁটোয়ারা করেছেন। আর এ টাকা ভাগ-বাঁটোয়ারার কারণে গ্রাহকদের বিভিন্ন বিমার টাকা নির্দিষ্ট সময় দিতে পারছে না। ফলে গ্রাহকদের মাঝে সৃষ্টি হয়েছে চরম অনাস্থা। পাশাপাশি ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিয়ে বিদেশে পাচার করেছেন। তাঁরা আমেরিকা–কানাডায় বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

আবেদনে আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাই তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত