Ajker Patrika

কাভার্ডভ্যানে সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বরযাত্রীর বাস খাদে, আহত ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
কাভার্ডভ্যানে সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বরযাত্রীর বাস খাদে, আহত ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বরযাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ে ৬ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের নরসিংদী, মাধবদী, ভুলতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, গতকাল বিকেলে নরসিংদীর থেকে বরযাত্রী নিয়ে আসা ঢাকাগামী একটি বাস শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত বাসের যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানের চালককে হাসপাতালে পাঠিয়েছি। চালকের অবস্থা গুরুতর। ওই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত