Ajker Patrika

শিক্ষার্থীরা পাবে ডিএনসিসি মেয়রস স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২২, ২০: ৫৪
শিক্ষার্থীরা পাবে ডিএনসিসি মেয়রস স্কলারশিপ

মেধাবী শিক্ষার্থীদের ডিএনসিসি মেয়রস স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর বনানী মডেল স্কুলে ‘বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো করার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। পড়াশোনা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যারা ভালো করবে, সেসব মেধাবী শিক্ষার্থীদের ডিএনসিসি মেয়রস স্কলারশিপ দেওয়া হবে।’ 

আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেমন গুরুজনদের সম্মান করেন, সেটিকে অনুসরণ করে গুরুজনদের ও বড়দের সম্মান করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে। আর কেউ যেন যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলে, সেই শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে। পড়াশোনার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকতে হবে।’ 

অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র শিক্ষার্থীদের বায়ান্নর ভাষা আন্দোলনে ভাষাশহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বনানী মডেল স্কুল মাঠে একটি শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে জানতে পারবে। বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে আমাদের লালন করতেই হবে। বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ; বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি একটি মানচিত্র এবং লাল-সবুজের পতাকা।’ 

পরে আতিকুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কাটেন এবং স্কুলে নির্মিত বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংসদ শবনম জাহান শিলা, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত