Ajker Patrika

পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে সকালে যানবাহনের চাপ, বেলা বাড়তেই স্বাভাবিক 

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১২: ৪৬
পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে সকালে যানবাহনের চাপ, বেলা বাড়তেই স্বাভাবিক 

ঈদের বাকি মাত্র তিন দিন। অথচ যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। সকালের দিকে ছোট যানবাহন ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপও কমতে থাকে। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়া নদী পার হয়ে বাড়ি যাচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ। 

আজ বুধবার পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে দেখা যায় এ দৃশ্য। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে। এর পরও ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।’ 

পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে সকালের দিকে ছোট যানবাহন ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ কমে গেছেখালেদ নেওয়াজ আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাটে ৯০০ মালবাহী ট্রাক, ৯৫০টির মতো কোচ, প্রায় ১ হাজার ৮০০ ছোট যানবাহন ও প্রায় ২ হাজার মোটরসাইকেল নদী পার হয়েছে।’ 

এদিকে সর্বশেষ পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ২৫টির মতো যাত্রীবাহী কোচ। আগামীকাল ভোর ৬টা থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালবাহী যানবাহন পারাপার বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত