নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর বিরুদ্ধে গুলশানে এক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন জমির মালিক নুর জাহান বেগম।
তিনি জানান, স্বামী মরহুম আবু ফতেহ ভূঁইয়ার মালিকানা সূত্রে ১৯৬২ সাল থেকে গুলশান-১ এর ১১ রোডের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। কিন্তু ১৯৮০ সালে সেই জায়গা নিয়ে মামলা হয়। ১৯৯৯ সালে নিম্ন আদালত তাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল হয়। উচ্চ আদালত ও নিম্ন আদলত ৩০টি রায় দেয়, যার মধ্যে ২৮টি নুর জাহান বেগমের পক্ষে যায়।
বিপক্ষে যাওয়া দুটো রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে পিটিশন দাখিল করেন তিনি। ২০১৭ সালে প্রধান বিচারপতির আদালতে নুর জাহান বেগমের পক্ষে লিভ টু আপিল গ্রহণ করে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আসে।
নুর জাহান বেগম বলেন, ২০২১ সালে ‘ভূমি দস্যু’ এম এন এইচ বুলু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সহায়তায় নিলামে কিনেছেন দাবি করে দখল করতে আসেন এবং বাড়ির সামনের অংশের কিছু জায়গা দখল করে নেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলকৃত জায়গা নুর জাহান বেগমের পরিবার আবার নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে সংবাদ সম্মেলনে জানান তার বড় ছেলে দেলোয়ার হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর বুলু কিছুদিন গা-ঢাকা দেন। এরপর আবারও আমাদের বিএনপি নেতাদের আত্নীয় পরিচয় দিয়ে প্রাণনাশে হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি দখলের করবেন বলছেন।’
অভিযোগের বিষয়ে জানতে এম এন এইচ বুলুর সঙ্গে যোগাযোগের জন্য কোন মোবাইল নম্বর পাওয়া যায়নি।
আরও খবর পড়ুন:
বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর বিরুদ্ধে গুলশানে এক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন জমির মালিক নুর জাহান বেগম।
তিনি জানান, স্বামী মরহুম আবু ফতেহ ভূঁইয়ার মালিকানা সূত্রে ১৯৬২ সাল থেকে গুলশান-১ এর ১১ রোডের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। কিন্তু ১৯৮০ সালে সেই জায়গা নিয়ে মামলা হয়। ১৯৯৯ সালে নিম্ন আদালত তাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল হয়। উচ্চ আদালত ও নিম্ন আদলত ৩০টি রায় দেয়, যার মধ্যে ২৮টি নুর জাহান বেগমের পক্ষে যায়।
বিপক্ষে যাওয়া দুটো রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে পিটিশন দাখিল করেন তিনি। ২০১৭ সালে প্রধান বিচারপতির আদালতে নুর জাহান বেগমের পক্ষে লিভ টু আপিল গ্রহণ করে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আসে।
নুর জাহান বেগম বলেন, ২০২১ সালে ‘ভূমি দস্যু’ এম এন এইচ বুলু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সহায়তায় নিলামে কিনেছেন দাবি করে দখল করতে আসেন এবং বাড়ির সামনের অংশের কিছু জায়গা দখল করে নেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলকৃত জায়গা নুর জাহান বেগমের পরিবার আবার নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে সংবাদ সম্মেলনে জানান তার বড় ছেলে দেলোয়ার হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর বুলু কিছুদিন গা-ঢাকা দেন। এরপর আবারও আমাদের বিএনপি নেতাদের আত্নীয় পরিচয় দিয়ে প্রাণনাশে হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি দখলের করবেন বলছেন।’
অভিযোগের বিষয়ে জানতে এম এন এইচ বুলুর সঙ্গে যোগাযোগের জন্য কোন মোবাইল নম্বর পাওয়া যায়নি।
আরও খবর পড়ুন:
২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
২৯ মিনিট আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
৭ ঘণ্টা আগে