নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে বিড়িশিল্প বন্ধ করে দিলে তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিড়ির কর ও মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তাঁরা।
সংগঠনের যুগ্ম সম্পাদক মো. হারিক হোসেন বলেন, সরকার দেশকে তামাকমুক্ত করতে চায়, সেই লক্ষ্যে আমরাও একমত। কিন্তু দেশে ২০ থেকে ২৫ লাখ বিড়ি শ্রমিক রয়েছেন, তাঁদের কী হবে। যদি তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কালকেই এই শিল্প বন্ধ করে দেওয়া হোক। তাতে আমাদের আপত্তি নেই।
সিগারেট রেখে বিড়ি বন্ধ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, বিড়ি-সিগারেট দুটোই বন্ধ করতে হবে। সিগারেটের বাজার বাড়াতে যদি বিড়িশিল্প বন্ধ করা হয়, তাহলে সেটা আমরা মানব না। সরকার দেশকে তামাকমুক্ত, ধূমপানমুক্ত করতে চাইলে অবশ্যই বিড়ি, সিগারেট দুটোই বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন। দাবিগুলোর মধ্যে রয়েছে অবৈধ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, বিড়ির দাম ১৮ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা, নিম্নস্তরে সিগারেটের দাম ৪০ টাকা থেকে ৫০ টাকা বাড়ানো এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির আগ্রাসন বন্ধ করা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সহসভাপতি মো. নাজিম উদ্দিনসহ অন্যরা।
বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে বিড়িশিল্প বন্ধ করে দিলে তাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিড়ির কর ও মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তাঁরা।
সংগঠনের যুগ্ম সম্পাদক মো. হারিক হোসেন বলেন, সরকার দেশকে তামাকমুক্ত করতে চায়, সেই লক্ষ্যে আমরাও একমত। কিন্তু দেশে ২০ থেকে ২৫ লাখ বিড়ি শ্রমিক রয়েছেন, তাঁদের কী হবে। যদি তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কালকেই এই শিল্প বন্ধ করে দেওয়া হোক। তাতে আমাদের আপত্তি নেই।
সিগারেট রেখে বিড়ি বন্ধ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, বিড়ি-সিগারেট দুটোই বন্ধ করতে হবে। সিগারেটের বাজার বাড়াতে যদি বিড়িশিল্প বন্ধ করা হয়, তাহলে সেটা আমরা মানব না। সরকার দেশকে তামাকমুক্ত, ধূমপানমুক্ত করতে চাইলে অবশ্যই বিড়ি, সিগারেট দুটোই বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন। দাবিগুলোর মধ্যে রয়েছে অবৈধ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, বিড়ির দাম ১৮ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা, নিম্নস্তরে সিগারেটের দাম ৪০ টাকা থেকে ৫০ টাকা বাড়ানো এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির আগ্রাসন বন্ধ করা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সহসভাপতি মো. নাজিম উদ্দিনসহ অন্যরা।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
১ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
১ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১ ঘণ্টা আগে