নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাওরে বাঁধ নির্মাণের নামে লুটপাট বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ‘বাঁচাও হাওর-বাঁচাও দেশ’ ও জাতীয় মানবাধিকার সমিতি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত নাগরিক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বাঁচাও হাওর-বাঁচাও দেশ সংগঠনের আহ্বায়ক এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
মানববন্ধনে রোকনুজ্জামান রোকন বলেন, যখন পানিতে ফসল ডুবে যায়, তখন সংশ্লিষ্ট ব্যক্তিদের টনক নড়ে। তখন এক শ্রেণির সিন্ডিকেটের মাধ্যমে উন্নয়নের নামে চলে চরম লুটপাট। সাধারণ কৃষকেরা বারবার হয় বঞ্চিত। অথচ রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা অপচয় করে। এভাবে আর কত চলবে। জাতিকে এ নৈরাজ্য থেকে মুক্তি দিতে হবে। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, বাঁচাও হাওর, বাঁচাও দেশ এটি এখন আর স্লোগান নয়। এটি কৃষকের স্পন্দন।
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, দুর্নীতি রুখে দিতে পারলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু কে দুর্নীতির রুখবে। যখন যারাই ক্ষমতায় থাকেন তাদেরই দোসররাই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়। মিলে মিশে লুটপাট করতে থাকে। এ যেন দেখার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। কেউ কেউ যদি প্রতিবাদ করেন, তখন সে আরও নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যায়। প্রতিবাদকারীর পাশে না দাঁড়ায় রাষ্ট্র, না রাষ্ট্রের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা। বরং কর্তাব্যক্তিদের নির্দেশেই প্রতিবাদকারীকে জেল, জুলুম, হুলিয়া এমনকি গুম-খুনেরও শিকার হতে হয়।
সভাপতির বক্তব্যে এনামুজ্জামান চৌধুরী বলেন হাওরবাসীকে বাঁচাতে হলে সুপরিকল্পিত পরিকল্পনা করে প্রথমেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হতে হবে। সংশ্লিষ্ট সংস্থার ব্যক্তিবর্গ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তা যদি বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রমানিত হয়, সঙ্গে সঙ্গে তাঁর চাকরিচ্যুতির পাশাপাশি চাকরি শেষে যে পেনশন পায় তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। ঠিকাদারসহ অন্যরা যদি দুর্নীতি করে, ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভুক্ত করে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বরাদ্দকৃত টাকা যথাযথভাবে দুর্নীতিমুক্ত ব্যবহার করতে হবে। আর তা অবশ্যই বর্ষার আগে ব্যবহার করতে হবে।
হাওরে বাঁধ নির্মাণের নামে লুটপাট বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ‘বাঁচাও হাওর-বাঁচাও দেশ’ ও জাতীয় মানবাধিকার সমিতি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত নাগরিক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বাঁচাও হাওর-বাঁচাও দেশ সংগঠনের আহ্বায়ক এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
মানববন্ধনে রোকনুজ্জামান রোকন বলেন, যখন পানিতে ফসল ডুবে যায়, তখন সংশ্লিষ্ট ব্যক্তিদের টনক নড়ে। তখন এক শ্রেণির সিন্ডিকেটের মাধ্যমে উন্নয়নের নামে চলে চরম লুটপাট। সাধারণ কৃষকেরা বারবার হয় বঞ্চিত। অথচ রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা অপচয় করে। এভাবে আর কত চলবে। জাতিকে এ নৈরাজ্য থেকে মুক্তি দিতে হবে। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, বাঁচাও হাওর, বাঁচাও দেশ এটি এখন আর স্লোগান নয়। এটি কৃষকের স্পন্দন।
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, দুর্নীতি রুখে দিতে পারলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু কে দুর্নীতির রুখবে। যখন যারাই ক্ষমতায় থাকেন তাদেরই দোসররাই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়। মিলে মিশে লুটপাট করতে থাকে। এ যেন দেখার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। কেউ কেউ যদি প্রতিবাদ করেন, তখন সে আরও নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যায়। প্রতিবাদকারীর পাশে না দাঁড়ায় রাষ্ট্র, না রাষ্ট্রের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা। বরং কর্তাব্যক্তিদের নির্দেশেই প্রতিবাদকারীকে জেল, জুলুম, হুলিয়া এমনকি গুম-খুনেরও শিকার হতে হয়।
সভাপতির বক্তব্যে এনামুজ্জামান চৌধুরী বলেন হাওরবাসীকে বাঁচাতে হলে সুপরিকল্পিত পরিকল্পনা করে প্রথমেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হতে হবে। সংশ্লিষ্ট সংস্থার ব্যক্তিবর্গ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তা যদি বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রমানিত হয়, সঙ্গে সঙ্গে তাঁর চাকরিচ্যুতির পাশাপাশি চাকরি শেষে যে পেনশন পায় তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। ঠিকাদারসহ অন্যরা যদি দুর্নীতি করে, ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভুক্ত করে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বরাদ্দকৃত টাকা যথাযথভাবে দুর্নীতিমুক্ত ব্যবহার করতে হবে। আর তা অবশ্যই বর্ষার আগে ব্যবহার করতে হবে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে