Ajker Patrika

উত্তরখানে পারিবারিক দ্বন্দ্বে যুবকের আত্মহত্যা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরখানে পারিবারিক দ্বন্দ্বে যুবকের আত্মহত্যা

রাজধানীর উত্তরখানে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মো. রাজিব হাসান (৩৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। উত্তরখানের রাজাবাড়ি এলাকার ৪ /এ বাড়ি থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, ওই যুবক মৃত নুরুল আমিনের ছেলে। তার ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে।

নিহতের বড় ভাই মো. মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘বউয়ের সঙ্গে রাজিব হাসানের দ্বন্দ্ব চলছিল। যার ফলে তার বউ এক বছর ধরে বাপের বাড়িতে আছে। এর জের ধরে শাড়ি দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’

মো. মাহবুব বলেন, ‘সাহরি করে নিজ রুমে শুয়ে পড়ে হাসান। পরে সারা দিনেও ঘুম থেকেও উঠে নাই। তারপর সন্ধ্যা ৭টার দিকে ডাকাডাকি করলে দরজা খুলে নাই। বিষয়টি থানা-পুলিশকে জানালে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।’

এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. সজল আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহর জের ধরে রাজিব হাসান নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরখান থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত