Ajker Patrika

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় নিহত ২

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় নিহত ২

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, বগুড়া সদরের ব্রাহ্মণপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)। 

এ বিষয়ে ইনচার্জ মো. নবীন হোসেন জানান, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের পৌলি এলাকায় পৌঁছালে ট্রাকের পেছনের চাকা ফেটে যায়। পরে ট্রাক থেকে দুজন নেমে পেছনে আসলে অপর একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

মো. নবীন হোসেন আরও জানান, এ ঘটনায় ট্রাক দুটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত