Ajker Patrika

বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২৪, ২১: ০৭
বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

৩০ শতাংশ বেতন বৃদ্ধি, বৈষম্যহীন ৯ম জাতীয় বেতনস্কেল ঘোষণাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারীরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। ঢাকা মহানগরীর বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক কর্মচারী মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে আলোচকেরা বলেন, সর্বশেষ ২০১৫ সালে ৮ম জাতীয় বেতনস্কেল প্রদানের পর বিগত ১০ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শতভাগ মূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা অর্থ কষ্টে জীবনযাপন করছেন। এ অবস্থায় সরকারের প্রদেয় অন্তর্বর্তীকালীন ৫% বিশেষ সুবিধা ৩০ %-এ উন্নীত করা এবং অবিলম্বে ৯ম জাতীয় বেতনস্কেল ঘোষণার দাবি জানান তাঁরা। 

তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির অন্যান্য দাবিগুলো হচ্ছে—মূল বেতনের ১০০% বাড়ি ভাতা, চিকিৎসা, যাতায়াত, টিফিন, শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধিকরণ, কর্মচারীদের জন্য স্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু করা, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহাল করা, সচিবালয় এবং সচিবালয়ের বাইরের সকল পদের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করা, সকল ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড প্রদান করা। 

সমিতির সভাপতি লুতফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সমিতির মহাসচিব মো. ছালজার রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত