Ajker Patrika

শীতলক্ষ্যায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ৩৫টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ সোমবার দ্বিতীয় দিনের মত বন্দরের নবীগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। 

এ সময় ২টি ভেকু দিয়ে দুটি ডকইয়ার্ডের অবৈধ স্থাপনা,৫টি সেমিপাকা ঘর, পাকা দেয়াল, ড্রেজারের পাইপসহ ৩৫টি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। দখলমুক্ত করা হয় নদী তীরের প্রায় এক কিলোমিটার এলাকা। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ আজকের পত্রিকাকে বলেন, আজ দ্বিতীয় দিনের অভিযানে বন্দরের নবীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। মূলত ডকইয়ার্ড, দেয়াল, ঘর এবং পাইপ উচ্ছেদ করা হয়েছে। দুইটি ডকইয়ার্ড নদীর জায়গা অনেকখানি দখল করে নিয়েছিল। আমরা সেসব উচ্ছেদ করেছি এবং পাইপ ভেঙে দিয়েছি যেন পুনরায় ব্যবহার করতে না পারে। এই অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে সহায়তা করেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক শহীদ উল্ল্যাহ, নির্বাহী প্রকৌশলী রবিউল আলম, উপপরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত