Ajker Patrika

বেনজীরের সাভানা পার্ক তদারকিতে ৬ সদস্যের কমিটি

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৪, ২০: ৫২
বেনজীরের সাভানা পার্ক তদারকিতে ৬ সদস্যের কমিটি

গোপালগঞ্জে ক্রোক করা সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের মালিকানাধীন সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) আহ্বায়ক করে ছয় সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি), জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট। কমিটিতে সদস্যসচিব করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালককে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (মানি লন্ডারিং) স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮গ (৩) বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগী টোল গ্রামের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত