Ajker Patrika

রাজবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৪: ০১
রাজবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

রাজবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার আলাদীপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—কুষ্টিয়া জেলার ট্রাক চালকের সহকারী সাকিব (২০), রজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকার বিএম নাজিমদ্দিন (৫০) ও অপর একজনের (৪০) পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ জানান, রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড়গামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁরা বাস যাত্রী ছিলেন। 

এসআই জুয়েল শেখ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত