Ajker Patrika

মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, দুই ভাইকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪: ২৬
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তাঁদের আরেক ভাইসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুরে এ সংঘর্ষ হয়। তখন বেশ কয়েকটি বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

নিহত দুজন হলেন ওই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খোয়াজপুরে বালুর ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্লার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ও তাঁর ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ছাড়া আরেক ভাই অলিল সরদার ও স্থানীয় তরুণ পলাশসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের সময় সাত-আটটি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

এসব তথ্য নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত