রাতুল মণ্ডল, (শ্রীপুর) গাজীপুর
পুব আকাশে উঁকি দিয়েছে সূর্য। ভোরের আলো ফুটতেই একের পর এক টাটকা সবজি বহনকারী ইঞ্জিনচালিত নৌকা ভিড়তে শুরু করেছে গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীর তীরে। প্রাচীন বরমী বাজার ঘাট এটি। যেখানে দুই ঘণ্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার শাকসবজি।
এ হাট থেকে কৃষকদের টাটকা শাকসবজি যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিবছরের মতো এ বছর শাকসবজির দাম কম থাকার কথা জানিয়েছেন কৃষকেরা।
হাটে আগত ও স্থানীয় প্রবীণেরা জানান, শ্রীপুর উপজেলার সাড়ে ৪০০ বছরের প্রাচীন হাট এটি। প্রাচীন হাটটির সঙ্গে পরিচয় আশপাশের কয়েক জেলার মানুষের। শীতকাল এলেই শীতলক্ষ্যা নদীর তীরে বসে বিশাল এ শাকসবজির হাট।
আজ বুধবার সকালে হাট বরমীতে গেলে চোখে পড়ে, ভোরের সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী গফরগাঁও, হোসেনপুর উপজেলা কৃষকেরা নৌকায় টাটকা শাকসবজি নিয়ে হাটে আসছেন। এ সময় দূর থেকে দেখলে শীতলক্ষ্যা নদীর তীরকে মনে হয় একটি ফুলবাগান। আর সেই বাগানে বিভিন্ন বাহারি রঙের ফুট ফুটেছে। কিন্তু গেলে দেখা যায় লাল আলু, টমেটোসহ নানান শাকসবজির পসারা সাজিয়ে বসেছে স্থানীয় কৃষকেরা।
দূরদূরান্তর পাইকারেরা দরদাম করে টাটকা শাকসবজি কিনে নিচ্ছেন। সারিবদ্ধভাবে সাজানো হয়েছে লাল আলু, টমেটো, সাদা আলু, কাঁচা মরিচ, শিম, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, মুলা, লাউসহ শীতকালীন টাটকা শাকসবজি। কৃষক ও পাইকারেরা জানান কোনো ধরনের খাজনা ছাড়া শীতলক্ষ্যার তীরে টাটকা শাকসবজি বেচাকেনা চলে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত।
গফরগাঁও উপজেলার কৃষক গিয়াসউদ্দিন জানান, এ বছর চার বিঘা জমিতে আলু, টমেটো ও কাঁচা মরিচ চাষ করেছেন। ফলন মোটামুটি ভালো। প্রতিবছরের মতো এ বছর শাকসবজি দাম নেই। তবুও খুশি তিনি ভালো ফলনে। প্রায় প্রতিবছর বরমীর হাটে শাকসবজি বিক্রি করতে আসেন। এখন পর্যন্ত আড়াই লাখ টাকার শাকসবজি বিক্রি করছেন।
গিয়াসউদ্দিন বলেন, ‘শুধু আমি না, আমাদের আশপাশের কয়েকটি গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি বরমী বাজারে বিক্রি করতে আসে।’
আলু, টমেটো বিক্রি করতে এসেছেন কৃষক মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘শীতলক্ষ্যা তীরে শাকসবজি বিক্রি করতে আমাদের অনেক সুবিধা। নৌকা থেকে তীরে উঠিয়ে সাজিয়ে রাখি। এরপর পাইকারেরা দরদাম করে নিয়ে যায়। এখানে শাকসবজি বিক্রি করতে কোনো টাকাপয়সা দিতে হয় না।’
কৃষক হাফেজ উদ্দিন বলেন, ‘আমাদের শাকসবজি খুবই ভালো। শাকসবজি উৎপাদন করতে আমরা ক্ষতিকারক কিছু ব্যবহার করি না। জৈব সার প্রয়োগ করি জমিতে। বীজ উৎপাদন খরচের তুলনায় দাম খুবই কম। এ জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হবে। দাম ভালো হলে কৃষক লাভের মুখ দেখত।’
পাইকার সোহেল মিয়া বলেন, ‘টাটকা শাকসবজি কিনতে প্রতি বুধবার বরমী বাজারের শীতলক্ষ্যা তীরে আসি। টাটকা শাকসবজির কদর ভালো বলে এখান থেকে শাকসবজি কিনে ঢাকায় বিক্রি করি। এখানে শাকসবজি খুবই ভালো। টাটকা শাকসবজির তুলনায় দামও একটু কম।’
বরমী বাজারের শীতলক্ষ্যা তীরের আড়তদার আব্দুল কাদির বলেন, শীতলক্ষ্যা নদীতীরে প্রতিদিন বসে টাটকা শাকসবজি হাট। দুই ঘণ্টা চলে বেচাকেনা। অল্প সময়ে এই হাটে লাখ লাখ টাকার টাটকা শাকসবজি বিক্রি হয়। সপ্তাহে এক দিন শাকসবজি বিক্রি করতে কোনো টাকাপয়সা দিতে হয় না কৃষকদের। সপ্তাহে বুধবার ছাড়াও প্রতিদিন প্রচুর পরিমাণ শাকসবজি বিক্রি হয়। দূরদূরান্তর পাইকারেরা শাকসবজি কিনে নিয়ে যায়। নদীর তীরে বাজার বসার কারণে মালামাল ওঠানামা করা খুবই সহজ। তাই কৃষকেরা শীতলক্ষ্যা তীরে শাকসবজি নিয়ে আসে।
পুব আকাশে উঁকি দিয়েছে সূর্য। ভোরের আলো ফুটতেই একের পর এক টাটকা সবজি বহনকারী ইঞ্জিনচালিত নৌকা ভিড়তে শুরু করেছে গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীর তীরে। প্রাচীন বরমী বাজার ঘাট এটি। যেখানে দুই ঘণ্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার শাকসবজি।
এ হাট থেকে কৃষকদের টাটকা শাকসবজি যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিবছরের মতো এ বছর শাকসবজির দাম কম থাকার কথা জানিয়েছেন কৃষকেরা।
হাটে আগত ও স্থানীয় প্রবীণেরা জানান, শ্রীপুর উপজেলার সাড়ে ৪০০ বছরের প্রাচীন হাট এটি। প্রাচীন হাটটির সঙ্গে পরিচয় আশপাশের কয়েক জেলার মানুষের। শীতকাল এলেই শীতলক্ষ্যা নদীর তীরে বসে বিশাল এ শাকসবজির হাট।
আজ বুধবার সকালে হাট বরমীতে গেলে চোখে পড়ে, ভোরের সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী গফরগাঁও, হোসেনপুর উপজেলা কৃষকেরা নৌকায় টাটকা শাকসবজি নিয়ে হাটে আসছেন। এ সময় দূর থেকে দেখলে শীতলক্ষ্যা নদীর তীরকে মনে হয় একটি ফুলবাগান। আর সেই বাগানে বিভিন্ন বাহারি রঙের ফুট ফুটেছে। কিন্তু গেলে দেখা যায় লাল আলু, টমেটোসহ নানান শাকসবজির পসারা সাজিয়ে বসেছে স্থানীয় কৃষকেরা।
দূরদূরান্তর পাইকারেরা দরদাম করে টাটকা শাকসবজি কিনে নিচ্ছেন। সারিবদ্ধভাবে সাজানো হয়েছে লাল আলু, টমেটো, সাদা আলু, কাঁচা মরিচ, শিম, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, মুলা, লাউসহ শীতকালীন টাটকা শাকসবজি। কৃষক ও পাইকারেরা জানান কোনো ধরনের খাজনা ছাড়া শীতলক্ষ্যার তীরে টাটকা শাকসবজি বেচাকেনা চলে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত।
গফরগাঁও উপজেলার কৃষক গিয়াসউদ্দিন জানান, এ বছর চার বিঘা জমিতে আলু, টমেটো ও কাঁচা মরিচ চাষ করেছেন। ফলন মোটামুটি ভালো। প্রতিবছরের মতো এ বছর শাকসবজি দাম নেই। তবুও খুশি তিনি ভালো ফলনে। প্রায় প্রতিবছর বরমীর হাটে শাকসবজি বিক্রি করতে আসেন। এখন পর্যন্ত আড়াই লাখ টাকার শাকসবজি বিক্রি করছেন।
গিয়াসউদ্দিন বলেন, ‘শুধু আমি না, আমাদের আশপাশের কয়েকটি গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি বরমী বাজারে বিক্রি করতে আসে।’
আলু, টমেটো বিক্রি করতে এসেছেন কৃষক মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘শীতলক্ষ্যা তীরে শাকসবজি বিক্রি করতে আমাদের অনেক সুবিধা। নৌকা থেকে তীরে উঠিয়ে সাজিয়ে রাখি। এরপর পাইকারেরা দরদাম করে নিয়ে যায়। এখানে শাকসবজি বিক্রি করতে কোনো টাকাপয়সা দিতে হয় না।’
কৃষক হাফেজ উদ্দিন বলেন, ‘আমাদের শাকসবজি খুবই ভালো। শাকসবজি উৎপাদন করতে আমরা ক্ষতিকারক কিছু ব্যবহার করি না। জৈব সার প্রয়োগ করি জমিতে। বীজ উৎপাদন খরচের তুলনায় দাম খুবই কম। এ জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হবে। দাম ভালো হলে কৃষক লাভের মুখ দেখত।’
পাইকার সোহেল মিয়া বলেন, ‘টাটকা শাকসবজি কিনতে প্রতি বুধবার বরমী বাজারের শীতলক্ষ্যা তীরে আসি। টাটকা শাকসবজির কদর ভালো বলে এখান থেকে শাকসবজি কিনে ঢাকায় বিক্রি করি। এখানে শাকসবজি খুবই ভালো। টাটকা শাকসবজির তুলনায় দামও একটু কম।’
বরমী বাজারের শীতলক্ষ্যা তীরের আড়তদার আব্দুল কাদির বলেন, শীতলক্ষ্যা নদীতীরে প্রতিদিন বসে টাটকা শাকসবজি হাট। দুই ঘণ্টা চলে বেচাকেনা। অল্প সময়ে এই হাটে লাখ লাখ টাকার টাটকা শাকসবজি বিক্রি হয়। সপ্তাহে এক দিন শাকসবজি বিক্রি করতে কোনো টাকাপয়সা দিতে হয় না কৃষকদের। সপ্তাহে বুধবার ছাড়াও প্রতিদিন প্রচুর পরিমাণ শাকসবজি বিক্রি হয়। দূরদূরান্তর পাইকারেরা শাকসবজি কিনে নিয়ে যায়। নদীর তীরে বাজার বসার কারণে মালামাল ওঠানামা করা খুবই সহজ। তাই কৃষকেরা শীতলক্ষ্যা তীরে শাকসবজি নিয়ে আসে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে