Ajker Patrika

বেনজীরের সেই সাভানা ইকো রিসোর্টে চুরির মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্রোক হওয়া সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক থেকে মালামাল চুরির অভিযোগে ৫ জনের নামে মামলা করা হয়েছ। আজ বৃহস্পতিবার বিকেলে রিসোর্টটির ব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন—সজীব মজুমদার, সুব্রত রায়, অনিমেষ সেন, বিপ্লব বল, সঞ্জয়সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। 

গত ২৩ মে মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকার পারমিশন পিটিশন নম্বর ২৬৯ / ২০২৪ আদেশ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বেনজীর আহম্মেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামীয় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ১৪ এর ধারায় দুর্নীতি দমন কমিশন, বিধিমালা-২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী ক্রোক/অবরুদ্ধ করা হয়। 

মামলার এজাহার থেকে জানা যায়—গত ৬ জুন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে রিসিভার নিয়োগ করা হয়। রিসিভার নিয়োগের পর মো. সারোয়ার হোসেনকে ম্যানেজার (এইচআর) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। গত ১৩ জুন সকাল ৯টার সময় রিসোর্ট ম্যানেজার অফিসে গিয়ে দেখতে পান, অফিস কক্ষ এলোমেলো এবং অফিসে থাকা জিনিসপত্রের মধ্যে ৩টি সিপিইউ ও ১টি মনিটর নেই। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। 

এজাহার থেকে জানা যায়, রিসোর্টে ব্যবস্থাপক চুরির বিষয়টি উক্ত সম্পদের রিসিভার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন। তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আব্দুল কাদের, গোপালগঞ্জের দুদক কর্মকর্তাগণকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন, ৩ জন লোক প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রবেশ করে এসব মালামাল চুরি করেছে। এলাকায় খোঁজ খবর করে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত