নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্রোক হওয়া সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক থেকে মালামাল চুরির অভিযোগে ৫ জনের নামে মামলা করা হয়েছ। আজ বৃহস্পতিবার বিকেলে রিসোর্টটির ব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—সজীব মজুমদার, সুব্রত রায়, অনিমেষ সেন, বিপ্লব বল, সঞ্জয়সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
গত ২৩ মে মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকার পারমিশন পিটিশন নম্বর ২৬৯ / ২০২৪ আদেশ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বেনজীর আহম্মেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামীয় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ১৪ এর ধারায় দুর্নীতি দমন কমিশন, বিধিমালা-২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী ক্রোক/অবরুদ্ধ করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়—গত ৬ জুন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে রিসিভার নিয়োগ করা হয়। রিসিভার নিয়োগের পর মো. সারোয়ার হোসেনকে ম্যানেজার (এইচআর) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। গত ১৩ জুন সকাল ৯টার সময় রিসোর্ট ম্যানেজার অফিসে গিয়ে দেখতে পান, অফিস কক্ষ এলোমেলো এবং অফিসে থাকা জিনিসপত্রের মধ্যে ৩টি সিপিইউ ও ১টি মনিটর নেই। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
এজাহার থেকে জানা যায়, রিসোর্টে ব্যবস্থাপক চুরির বিষয়টি উক্ত সম্পদের রিসিভার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন। তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আব্দুল কাদের, গোপালগঞ্জের দুদক কর্মকর্তাগণকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন, ৩ জন লোক প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রবেশ করে এসব মালামাল চুরি করেছে। এলাকায় খোঁজ খবর করে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্রোক হওয়া সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক থেকে মালামাল চুরির অভিযোগে ৫ জনের নামে মামলা করা হয়েছ। আজ বৃহস্পতিবার বিকেলে রিসোর্টটির ব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—সজীব মজুমদার, সুব্রত রায়, অনিমেষ সেন, বিপ্লব বল, সঞ্জয়সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
গত ২৩ মে মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকার পারমিশন পিটিশন নম্বর ২৬৯ / ২০২৪ আদেশ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বেনজীর আহম্মেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামীয় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ১৪ এর ধারায় দুর্নীতি দমন কমিশন, বিধিমালা-২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী ক্রোক/অবরুদ্ধ করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়—গত ৬ জুন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে রিসিভার নিয়োগ করা হয়। রিসিভার নিয়োগের পর মো. সারোয়ার হোসেনকে ম্যানেজার (এইচআর) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। গত ১৩ জুন সকাল ৯টার সময় রিসোর্ট ম্যানেজার অফিসে গিয়ে দেখতে পান, অফিস কক্ষ এলোমেলো এবং অফিসে থাকা জিনিসপত্রের মধ্যে ৩টি সিপিইউ ও ১টি মনিটর নেই। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
এজাহার থেকে জানা যায়, রিসোর্টে ব্যবস্থাপক চুরির বিষয়টি উক্ত সম্পদের রিসিভার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন। তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আব্দুল কাদের, গোপালগঞ্জের দুদক কর্মকর্তাগণকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন, ৩ জন লোক প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রবেশ করে এসব মালামাল চুরি করেছে। এলাকায় খোঁজ খবর করে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে।
উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
১১ মিনিট আগেআফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
১৭ মিনিট আগেঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী এবং আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিবন্ধি ছিলেন। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের...
২৩ মিনিট আগেভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে