Ajker Patrika

নরসিংদীতে বিএনপি নেতা খোকনকে আদালতে ঢুকতে ছাত্রদলের বাধা, আইনজীবীদের গাড়ি ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২১: ০৩
নরসিংদীতে বিএনপি নেতা খোকনকে আদালতে ঢুকতে ছাত্রদলের বাধা, আইনজীবীদের গাড়ি ভাঙচুর

নরসিংদীতে ছাত্রদলের দুই নেতাকে হত্যা মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বিচার দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন জেলা ছাত্রদলের বহিষ্কৃত ও পদবঞ্চিত শতাধিক নেতা-কর্মী। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে দুটি গাড়িতে থাকা আসামিপক্ষের আইনজীবী ও তাঁদের সহকারীসহ সাতজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্ট রোড অবরোধ করে বিক্ষোভ করেন নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলামের অনুসারী এবং জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা-কর্মীরা। 

ছাত্রদলের দুই নেতা হত্যা মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনসহ অন্যরা আজ নরসিংদীর আদালতে হাজির হবেন—এমন খবরে সকাল থেকে কোর্ট রোড অবরোধ করেন সদ্য বহিষ্কৃত ও পদবঞ্চিত জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে খায়রুল কবির খোকনের পক্ষের আইনজীবীদের বহনকারী দুটি মাইক্রোবাস ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। পরে আরেকটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। 

এ সময় সহকারীসহ সাতজন আইনজীবী আহত হয়েছেন। তাঁদের নরসিংদী সদর ও জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে জুনায়েদ উল্লাহ সোয়েব ও আকলিমা আক্তার নামে উচ্চ আদালতের দুজন আইনজীবীর নাম জানা গেলেও আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে ঘোষিত জেলা ছাত্রদলের আংশিক কমিটি বাতিলের দাবি ও ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। গত ২৫ মে বিক্ষোভের সময় গুলিতে নিহত হন ছাত্রদলের নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম। 

সড়কে ছাত্রদলের নেতা-কর্মীদের তৎপরতাএ হত্যার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে প্রধান আসামি করে এবং তাঁর স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫-৪০ জনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করেন নিহত সাদেকুরের বড় ভাই আলতাফ হোসেন। আজ এ মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল খায়রুল কবির খোকনসহ আসামিদের। 

হামলার বিষয়ে খায়রুল কবির খোকনের আইনজীবী ইলতুতমিশ সওদাগর বলেন, ‘আমরা জেলখানা মোড় থেকে নরসিংদী আদালত প্রাঙ্গণে যাওয়ার পথে কোর্ট রোডে স্টেডিয়ামসংলগ্ন স্থানে পৌঁছালে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়ে আমাদের বহনকারী গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় পরপর তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তাতে আইনজীবীসহ সাতজন আহত হয়েছেন। এ সময় দাঁড়িয়ে থাকা পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি।’ 

জানতে চাইলে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেলা ছাত্রদলের বহিষ্কৃত সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিভিন্ন মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছিল। এই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা আন্দোলন করে আসছিল। একের পর এক আন্দোলন করার কারণেই ক্ষুব্ধ হয়ে তাঁরা আমাদের দুই ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করেছে। এই মামলার প্রধান আসামি খায়রুল কবির খোকনসহ সব আসামির গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমরা কাফনের কাপড় পরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছি। খোকনের বিচার না হওয়া পর্যন্ত আন্দেলন চলবে।’

বিক্ষোভের সময় খোকনের সঙ্গে থাকা সন্ত্রাসীরা গাড়ি থেকে অস্ত্র তাক করায় কর্মীরা তাঁদের গাড়ি ভাঙচুর করেছে বলে দাবি করেন মাইন উদ্দিন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম শহিদুল ইসলাম বলেন, ‘মামলার আসামি বিএনপি নেতা খায়রুল কবির খোকনের আদালতে হাজির হওয়ার বিষয়টি পুলিশ অবগত ছিল। সে জন্য আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সড়কে গাড়ি ভাঙচুরের বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে বেলা ২টার পর নরসিংদী আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন উচ্চ আদালত থেকে জামিনে থাকা খায়রুল কবির খোকন। এ সময় জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ উচ্চ আদালতের জামিন বহাল রাখেন। এর আগে হত্যা মামলায় খায়রুল কবির খোকনের উচ্চ আদালতের জামিননামা সম্পাদন করেন নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মোল্লা। খোকন গত ৫ জুন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ সরকার বলেন, এই মামলায় মোট ১০ জন আসামি গ্রেপ্তার হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত