Ajker Patrika

বাংলাদেশ ৮.৬ মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে: অধ্যাপক মাকসুদ কামাল

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ২৫
বাংলাদেশ ৮.৬ মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে: অধ্যাপক মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেছেন, বাংলাদেশ ৮.৩ থেকে ৮.৬ মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি প্রশমন ও প্রস্তুতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। 

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘দেশের ভূমিকম্প ঝুঁকি প্রশমনে শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং সরকারি-বেসরকারি সংস্থার পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। ৮.৩ থেকে ৮.৬ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি প্রশমনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।’ 

গৃহ নির্মাণের ক্ষেত্রে যথাযথভাবে বিল্ডিং কোড অনুসরণ করার পাশাপাশি ভূমিকম্পের ব্যাপারে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক মাকসুদ কামাল। 

গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

এনামুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্যোগ ব্যবস্থাপনায় রোলমডেল। তিনি (শেখ হাসিনা) করোনার সময় পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন, কীভাবে করোনা মোকাবিলা করতে হয়। আমরা এখন যেকোনো দুর্যোগ মোকাবিলা করার সক্ষমতা রাখি। গৃহ নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্পের বিষয় মাথায় রেখে প্রকৌশলীদের পরামর্শ মেনে নিয়ে ভূমিকম্প সহনশীলতার প্রতি গুরুত্বারোপ করতে হবে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা, মনন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাসহ সব ক্ষেত্রে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন এনামুর রহমান। 

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন মো. জিল্লুর রহমান, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহিদউল্লাহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত