Ajker Patrika

মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা ২ কলেজছাত্র নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা ২ কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এক মোটরসাইকেলে থাকা তিন শিক্ষার্থী বন্ধু ছিলেন। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইদ গারোবাজার সড়কের মহিষমারা ইউনিয়নের হাজিবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—ঘাটাইল উপজেলার মানিকপুর গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল হামিদ (২০) ও তাঁর বন্ধু একই উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে সাব্বির আলম (১৯)। এদিকে আহত সাদিক মিয়া (১৮) কুশারিয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে। 

নিহত সাব্বির ঘাটাইলের জিবিজি সরকারি কলেজের, নিহত আব্দুল হামিদ ও আহত আনিস ঘাটাইলের সন্ধানপুর কলেজের শিক্ষার্থী। 

মহিষমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহি উদ্দিন মহির জানান, সকালে তিন বন্ধু মধুপুরের সন্তোষপুর রাবার বাগানে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে মহিষমারা ইউনিয়নের হাজিবাড়ী মোড়ে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত সাদিককে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত তিনজনই কলেজের শিক্ষার্থী। তাঁদের মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত