Ajker Patrika

তৈমূরকে স্বাগত জানালেন আইভী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
তৈমূরকে স্বাগত জানালেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, আমি তৈমূর চাচাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারি চাচা ভাতিজি নির্বাচন করব। এটা হবে চাচা ভাতিজির নির্বাচন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শহরের শেখ রাসেল নগর পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আইভী তৈমূর খন্দকারকে উদ্দেশ্য করে বলেন, মানুষ যাকে চয়েস করে তিনিই নির্বাচিত হবেন। তার পরেও আমি বলব আপনি আলী আহমদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময়ে সত্যের পক্ষে আছি সত্য বলি আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দেবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না। কেউ কেউ বলছেন বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হতো। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ অত্যন্ত মনোরম। আমি সব সময়ে মিথ্যা বলি না। ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলব না। 

আইভী নিজ এলাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি যখন প্রথম ২০০৩ সালে নির্বাচন করেছিলাম তখন দেওভোগবাসী আমার পাশে ছিলেন। যার ফলে আমি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলাম। দল মত নির্বিশেষে বৃহত্তর দেওভোগের সকলে এক হয়ে আমার পক্ষে নির্বাচন করেছিল। ২০১১ সালে আমি সন্ত্রাস, অন্যায় খুনিদের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। ওই সময়েও সমগ্র দেওভোগবাসী এক হয়ে আমাকে সাপোর্ট দিয়েছিল, যার ফলে আমি জয় পেয়েছি। আমি সাতাশটি ওয়ার্ডে কাজ করেছি। কিন্তু দেওভোগ সর্বক্ষণ আমাকে সাহস দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত