Ajker Patrika

ঈদুল আজহা: আধা ঘণ্টায় শেষ উত্তরাঞ্চলের ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ দেওয়া হয়েছে ৩১ মের টিকিট। যাত্রীরা অগ্রিম টিকিট কেবল অনলাইনেই কাটতে পারছেন। বরাবরের মতো এবারও উত্তর অঞ্চলের টিকিটের চাহিদা ছিল বেশি। ফলে সকালে টিকিট ছাড়ার আধা ঘণ্টার মধ্যেই উত্তরাঞ্চলের বেশির ভাগ টিকিট শেষ হয়ে যায়।

আজ সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বেলা ২টার সময় অনলাইনে দেওয়া হয়। প্রথম আধা ঘণ্টায় টিকিট কাটতে রেলসেবা অ্যাপস ও ওয়েবসাইটে ৩০ লাখ হিট হয়েছে এবং দুপুরে পূর্বাঞ্চলের টিকিট ছাড়ার পরে প্রথম আধা ঘণ্টায় ১৬ লাখ হিট হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, উত্তরাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা বেশি। এই অঞ্চলে চলাচল করা বেশির ভাগ ট্রেনের টিকিট সকাল সাড়ে ৮টার মধ্যে শেষ হয়ে গেছে। তবে পূর্বাঞ্চলে চলাচল করা অনেক ট্রেনের টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের রেলের একটি ফ্যান গ্রুপে আজাদুল হক নামের এক যাত্রী লিখেছেন, ‘সকাল ৮টা থেকে চেষ্টা করেও ঢাকা-দিনাজপুর ট্রেনের একটি টিকিটও কাটতে পারিনি’।

এদিকে কমলাপুরের স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন বলেন, ‘আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ৩১ মে থেকে ট্রেনের আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হবে। ৩১ মের টিকিট আজ দেওয়া হচ্ছে অনলাইনে। আমরা ধারণা করছি, আগামী ৪ ও ৫ জুনের অগ্রিম টিকিটের চাহিদা যাত্রীদের সবচেয়ে বেশি থাকবে। তবে ট্রেনের আসনসংখ্যা সীমিত, ফলে সবাই টিকিট পাবেন না, সেটাও বাস্তবতা।’

রেলওয়ে জানিয়েছে, এবার ঈদে পাঁচটি রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪-৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।

এ ছাড়া এবার ঈদে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে সারা দেশে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার দেওয়া হবে ১ জুনের টিকিট, ২৩ মে দেওয়া হবে ২ জুনের, ২৪ মে দেওয়া হবে ৩ জুনের, ২৫ মে দেওয়া হবে ৪ জুনের, ২৬ মে দেওয়া হবে ৫ জুনের ও ২৭ মে দেওয়া হবে ৬ জুনের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। এদিন দেওয়া হবে আগামী ৯ জুনের অগ্রিম টিকিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত