নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তুলনামূলক কম দামে গরুর মাংস বিক্রি করে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন রাজধানীর উত্তর শাহজাহানপুরের ব্যবসায়ী খলিলুর রহমান। এ বছর রমজানের শুরুতে ঘোষণা দেন, ২৫ রোজা পর্যন্ত তার দোকানে ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের উপস্থিতিতে প্রথম রমজানে কম দামে মাংস বিক্রি শুরুও করেন। এতে খলিল গোশত বিতানে ক্রেতাদের ঢল নামে।
তবে ২৫ রোজার কথা বললেও ১০ রোজা শেষ হওয়ার আগেই তিনি কেজিপ্রতি মাংসের দাম ১০০ টাকা বাড়িয়ে বিক্রি করছেন ৬৯৫ টাকায়। বাড়তি দামের ব্যানারও লাগানো হয়েছে দোকানে।
তার পরও মাংস কিনতে পুরান ঢাকার নারিন্দা থেকে খলিলের দোকানে এসেছিলেন শিক্ষক শরফুদ্দিন আহমেদ। দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, পুরান ঢাকার নারিন্দায় ৮০০ টাকা দামে গরুর মাংস বিক্রি হয়।
গতকাল শুক্রবার বিকেলে খলিল গোশত বিতানের সামনে দেখা যায়, মাংস কেনার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন শতাধিক মানুষ। গোশত বিতানের কর্মীরা বলছেন, দাম বাড়লেও ক্রেতার ভিড় কমেনি। কিন্তু খলিল কথা দিয়ে, কেন কথা রাখছেন না তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এদিকে ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে এখনো ব্যবসায়ীরা ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন। যদিও কৃষি বিপণন অধিদপ্তর সম্প্রতি গরুর মাংসের দাম খুচরায় কেজিপ্রতি ৬৬৪ টাকা নির্ধারণ করে দিয়েছে।
দাম বাড়ানোর বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘কোন চাপের কারণে আমি মাংস দাম বাড়াইনি। মূলত গরু কেনায় বাড়তি দাম পড়ায় মাংসের দামও বাড়াতে হয়েছে।’ তিনি বলেন, ‘এত দিন আমি লোকসান দিয়েই মাংস বিক্রি করেছি। যেহেতু বিক্রি অনেক বেশি, তাই লসও বেশি হচ্ছিল। আমার ইচ্ছে ছিল ২৫ রমজান পর্যন্ত মানুষকে কম দামে মাংস খাওয়ানো। সেই ইচ্ছে আর পূরণ হলো না।’
সম্প্রতি বিশ্ব ভোক্তা দিবসের অনুষ্ঠানে ব্যবসায় উত্তম চর্চার স্বীকৃতি হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পুরস্কার পেয়েছেন খলিলুর রহমান। খলিলের মাংসের দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, খলিল মাংসের দাম ১০০ টাকা বাড়িয়েছে তা আমার নলেজে আছে। রোববারে তাকে ডেকেছি, তার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
তুলনামূলক কম দামে গরুর মাংস বিক্রি করে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন রাজধানীর উত্তর শাহজাহানপুরের ব্যবসায়ী খলিলুর রহমান। এ বছর রমজানের শুরুতে ঘোষণা দেন, ২৫ রোজা পর্যন্ত তার দোকানে ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের উপস্থিতিতে প্রথম রমজানে কম দামে মাংস বিক্রি শুরুও করেন। এতে খলিল গোশত বিতানে ক্রেতাদের ঢল নামে।
তবে ২৫ রোজার কথা বললেও ১০ রোজা শেষ হওয়ার আগেই তিনি কেজিপ্রতি মাংসের দাম ১০০ টাকা বাড়িয়ে বিক্রি করছেন ৬৯৫ টাকায়। বাড়তি দামের ব্যানারও লাগানো হয়েছে দোকানে।
তার পরও মাংস কিনতে পুরান ঢাকার নারিন্দা থেকে খলিলের দোকানে এসেছিলেন শিক্ষক শরফুদ্দিন আহমেদ। দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, পুরান ঢাকার নারিন্দায় ৮০০ টাকা দামে গরুর মাংস বিক্রি হয়।
গতকাল শুক্রবার বিকেলে খলিল গোশত বিতানের সামনে দেখা যায়, মাংস কেনার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন শতাধিক মানুষ। গোশত বিতানের কর্মীরা বলছেন, দাম বাড়লেও ক্রেতার ভিড় কমেনি। কিন্তু খলিল কথা দিয়ে, কেন কথা রাখছেন না তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এদিকে ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে এখনো ব্যবসায়ীরা ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন। যদিও কৃষি বিপণন অধিদপ্তর সম্প্রতি গরুর মাংসের দাম খুচরায় কেজিপ্রতি ৬৬৪ টাকা নির্ধারণ করে দিয়েছে।
দাম বাড়ানোর বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘কোন চাপের কারণে আমি মাংস দাম বাড়াইনি। মূলত গরু কেনায় বাড়তি দাম পড়ায় মাংসের দামও বাড়াতে হয়েছে।’ তিনি বলেন, ‘এত দিন আমি লোকসান দিয়েই মাংস বিক্রি করেছি। যেহেতু বিক্রি অনেক বেশি, তাই লসও বেশি হচ্ছিল। আমার ইচ্ছে ছিল ২৫ রমজান পর্যন্ত মানুষকে কম দামে মাংস খাওয়ানো। সেই ইচ্ছে আর পূরণ হলো না।’
সম্প্রতি বিশ্ব ভোক্তা দিবসের অনুষ্ঠানে ব্যবসায় উত্তম চর্চার স্বীকৃতি হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পুরস্কার পেয়েছেন খলিলুর রহমান। খলিলের মাংসের দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, খলিল মাংসের দাম ১০০ টাকা বাড়িয়েছে তা আমার নলেজে আছে। রোববারে তাকে ডেকেছি, তার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।
৩ ঘণ্টা আগে