Ajker Patrika

রাজধানীতে পুলিশের হাতে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে পুলিশের হাতে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মনির হোসেন ওরফে ফিটিং মনিরসহ অপহরণ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ। এ সময় তাদের কাছে জিম্মি থাকা মো. আব্দুর রাজ্জাককে উদ্ধার করে পুলিশ।

গতকাল রোববার কামরাঙ্গীরচর ও তার আশপাশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফিটিং মনির হোসেন, মো. কুদ্দুছ, ফজলুল হক, রহিম মিয়া ও সোহরাব হোসেন। গ্রেপ্তারে সময় তাদের কাছ থেকে মুক্তিপণের সাড়ে ৯ হাজার টাকাসহ আব্দুর রাজ্জাককে উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা। তিনি বলেন, ভুক্তভোগীর স্ত্রী গত ২৪ ফেব্রুয়ারি কামরাঙ্গীরচর থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর স্ত্রীর এজাহার থেকে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি বিকেলে তার স্বামী আব্দুর রাজ্জাক বাসা থেকে বের হয়। ওইদিন রাত পৌনে ৮টার দিকে স্বামীর মোবাইল থেকে কল আসে। কল রিসিভ করতেই অপরিচিত কণ্ঠে কথা শুনে ভয় পেয়ে যাই। তারা জানায় রাজ্জাককে অপহরণ করা হয়েছে। তাকে মুক্ত করতে হলে দুই লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণ না পেলে তাকে মেরে ফেলবে বলে মারধর করে শুরু করে। এ সময় স্বামীকে বাঁচাতে অপহরণকারীদের বিকাশ নম্বরে কয়েক বারে ৩০ হাজার টাকা পাঠাই।

পুলিশ বলছে, কামরাঙ্গীরচর এলাকায় ফিটিং মনির বিভিন্ন মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। তাদের নামে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা করেছে বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত